আকাশে প্রতিরক্ষার বলয়, তবুও হুতিদের হামলা ঠেকাতে ব্যর্থ ইসরায়েল
ক্ষুদ্র মিসাইল ঠেকাতে ব্যর্থ হওয়ার পর আবারও প্রশ্নবিদ্ধ হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শত্রুদের হামলা মোকাবেলায় বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশটিতে রয়েছে আয়রন ডোম, অ্যারো এবং যুক্তরাষ্ট্রের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। তারপরও বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে দেশটি। বিশ্লেষকরা বলছেন, এতে স্পষ্ট হয়েছে যে, ইসরায়েল অভেদ্য নয়। এদিকে, বেন গুরিয়ন বিমানবন্দরে আবারও হামলার হুমকি দিয়েছে হুতি।
হুতির ছোড়া হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইলের ধ্বংসাবশেষটি, যার বিস্ফোরণ আতঙ্ক ছড়িয়েছে ইসরায়েলের রাজধানী জুড়ে। শুধুমাত্র তাই নয়, নেতানিয়াহু বাহিনীর শক্ত প্রতিরক্ষার দেয়াল ভেদ করে বিশ্বে ফুটে উঠেছে দেশটির দুর্বলতা।
ইসরায়েল জুড়ে কয়েক স্তরের প্রতিরক্ষা বলয় তৈরি করেছে আইডিএফ। আয়রন ডোম, এরো মিসাইল সিস্টেম, ডেভিড স্লিংসহ নিজস্ব অত্যাধুনিক প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে দেশটির। সম্প্রতি এর সাথে যোগ হয়েছে মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও। তবে, ইসরায়েলের গণমাধ্যমে বলা হচ্ছে, কোটি কোটি ডলার ব্যয়ে নির্মিত একাধিক ডিফেন্স সিস্টেম ব্যবহার করেও হুতির মিসাইল প্রতিরোধ করতে পারেনি আইডিএফ। বিশ্লেষকরা বলছেন, হুতির এই সফলতায় রীতিমতো চূর্ণ হয়েছে ডিফেন্স সিস্টেম নিয়ে ইসরায়েলের গর্ব।
ইসরায়েল তার আয়রন ডোমসহ উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার সফলতার প্রচারণা বহুদিন ধরেই চালিয়ে আসছিল। এটি তাদের অন্যতম সামরিক শক্তির পরিচয় ছিল। কিন্তু এই হামলার পর, ইসরায়েলের সামরিক বাহিনীর দুর্বলতা প্রকাশ্যে চলে এসেছে, যা তাদের জন্য অত্যন্ত বিব্রতকর। সফল হামলার পর, হুতির সামরিক মুখপাত্র ইসরায়েলকে নিয়ে ব্যঙ্গ করছেন, উল্লেখ করে বলেছেন, "শেল্টারের খোঁজে ৩০ লাখ মানুষ দৌড়ে পালিয়েছে, আর ইসরায়েলের আকাশ এখন আর বিমান চলাচলের জন্য নিরাপদ নয়।"
ক্ষেপণাস্ত্রটি সফলভাবে টার্গেটে হামলা চালিয়েছে এবং এই হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে আমেরিকা ও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী, আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে সতর্ক করে দিয়ে বলেছে, বেন গুরিয়ন বিমানবন্দর এড়িয়ে চলতে। কারণ, সেটি আর সুরক্ষিত নয়। ইরানের সহযোগিতায়, হুতি বিদ্রোহীরা বেশিরভাগ সমরাস্ত্র নিজেই তৈরি করে এবং ইসরায়েল ও পশ্চিমাদের সাথে উত্তেজনার মধ্যেও একাধিক নতুন ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে গোষ্ঠীটি।