" শ্রমিক লীগ কর্মীর লাশ দাফন শেষে ককটেল বিস্ফোরণ - dailymorning.online

banner

শ্রমিক লীগ কর্মীর লাশ দাফন শেষে ককটেল বিস্ফোরণ

 





মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে প্রতিপক্ষের হাতে নিহত শ্রমিকলীগ কর্মী সানা মাঝির (৪২) লাশ দাফনের সময় পর ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে।

শনিবার (৩ মে) বিকেলে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাকহাটি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে মসজিদের মাইকে ঘোষনা দিয়ে প্রতিপক্ষ বাবু মাঝির নেতৃত্বে লোকজন জড়ো করে শ্রমিকলীগ কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। পরে ওইদিন দিবাগত রাত ৩ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত সানা মাঝি মধ্য মাকহাটি গ্রামের প্রয়াত মোহাম্মদ মাঝির ছেলে। প্রতিপক্ষ বাবু মাঝি একই গ্রামের শামসুল মাঝির ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে নিহত শ্রমিকলীগ কর্মীর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। দুপুরে লাশ নেওয়া হয় মধ্য মাকহাটি গ্রামের বাড়িতে। বাদ জোহর নামাজে জানাযা শেষে গ্রামের সামাজিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। দাফন শেষে বিকেল ৩ টার দিকে কবরস্থান থেকে ফেরার পথে দিকে নিহতের স্বজন ও উপস্থিত লোকজনের উপর প্রতিপক্ষরা হামলা করে ককটেল ছুড়তে থাকে।

এসময় প্রতিপক্ষের নিক্ষেপ করা মূর্হুমুহু ককটেল বিস্ফোরণনে আতংক ছড়িয়ে পড়ে। নিহতের ছোট ভাই আসাদ মাঝি দাবী করেন সেখানে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ছুড়ে মারে প্রতিপক্ষরা। এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর বলেন, স্বজনরা লাশ দাফন শেষে কবরস্থান থেকে ফিরছিলেন। এসময় তাদের পেছন থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে কবরস্থানের অদুরে জমিতে ওই ককটেল বিস্ফোরণ করে প্রতিপক্ষরা। সেখানে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Next Post Previous Post

banner