" এবার চীনা সংবাদমাধ্যমের এক্স আইডিও ব্লক করল ভারত - dailymorning.online

banner

এবার চীনা সংবাদমাধ্যমের এক্স আইডিও ব্লক করল ভারত

চীন ও তুরস্কের রাষ্ট্রপরিচালিত সংবাদমাধ্যমের সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি এক্স অ্যাকাউন্টের অ্যাক্সেস ব্লক করেছে ভারত। সম্প্রতি এই সিদ্ধান্ত জানানো হয়। ভারতের জাতীয় স্বার্থের বিরুদ্ধে ভুল তথ্য ও প্রচারণা ছড়াচ্ছে উল্লেখ করে এগুলো ব্লক করা হয় বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, এ তালিকায় রয়েছে তুরস্কের সরকার-অর্থায়িত আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এবং চীনের রাষ্ট্র-নিয়ন্ত্রিত সবচেয়ে বিশিষ্ট দুটি সংবাদ সংস্থা গ্লোবাল টাইমস ও সিনহুয়া। চলতি সপ্তাহের শুরুতে বেইজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস কর্তৃক জারি করা এক বার্তার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই তিরস্কারে সামরিক অভিযানের কভারেজের জন্য গ্লোবাল টাইমসকে সতর্ক করা হয়েছিল। 

এক্সে সরাসরি পোস্ট করে দূতাবাস বলেছে, ‘প্রিয় @globaltimesnews, আমরা আপনাদের এই ধরণের বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করার আগে আপনার তথ্য ও উৎসগুলো যাচাই করার পরামর্শ দিচ্ছি।’

পরবর্তী এক বার্তায় দূতাবাস বিস্তারিতভাবে জানিয়েছে, ‘পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভারতীয় সশস্ত্র বাহিনীর ক্ষয়ক্ষতির অভিযোগ সম্পর্কিত ভিত্তিহীন দাবি প্রচার করছে। যখন সংবাদমাধ্যমগুলো সূত্র যাচাই না করে এই ধরনের তথ্য শেয়ার করে, তখন এটি দায়িত্ব ও সাংবাদিকতার নীতিতে গুরুতর অবক্ষয়কে প্রতিফলিত করে।’

উল্লেখ্য, অরুণাচল প্রদেশকে তাদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে চীন। তারা প্রায়শই উত্তর-পূর্ব রাজ্যের বেশ কয়েকটি স্থানের নাম পরিবর্তন করে মানচিত্র প্রকাশ করে। ২০২৪ সালে চীন অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের ৩০টি নতুন নামের তালিকা প্রকাশ করে, যা ভারত স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে।

সম্প্রতি ভারত­-পাকিস্তান সংঘাতে চীন হয়ে উঠে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু। 

Next Post Previous Post

banner