যুক্তরাষ্ট্র যাঁকে গ্রেপ্তারের জন্য পুরস্কার ঘোষণা করেছিল, তাঁরই সঙ্গে আজ দেখা করবেন ট্রাম্প
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে আজ বুধবার সৌদি আরবে দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ এই আহমেদ আল-শারাকে গ্রেপ্তারের জন্য গত বছর ১০ মিলিডন ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল–শারার সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের বিষয়টি হোয়াইট হাউসের তরফ থেকেও নিশ্চিত করা হয়েছে। হোয়াইট হাউস বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্টর সঙ্গে ‘হ্যালো’ বলতে রাজি হয়েছেন। সৌদি সফররত ট্রাম্প নিজেই হোয়াইট হাউসের একজন কর্মকর্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বুধবার সৌদি আরবেই আহমেদ আল–শারার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তাঁর।
গত ডিসেম্বরে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের এক মাস পর সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন আহমেদ আল–শারা। তাঁর নেতৃত্বাধীন বাহিনী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)–এর হাতেই আসাদ সরকার উৎখাত হয়েছিল।
বিবিসি বলছে, আল শারা এক সময় সশস্ত্র গোষ্ঠী আল কায়েদার কমান্ডার ছিলেন। ২০১৬ সালে তিনি আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।
তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র এইচটিএস-কে একটি ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে ঘোষণা করেছিল এবং আল শারাকে গ্রেপ্তারে পুরস্কার ঘোষণা করেছিল। পরে আল শারা সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্র সেই ঘোষণা প্রত্যাহার করে নেয়।
গতকাল সৌদি আরবে ব্যবসায়ীদের একটি ফোরামে বক্তব্য দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘আমি সিরিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেব, যাতে দেশটিকে শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ দেওয়া যায়।’
ট্রাম্পের এ ঘোষণার পর সিরিয়াবাসীকে রাস্তায় নেমে আনন্দ–উৎসব করতে দেখা গেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের ঘোষণাকে ‘একটি মোড়’ হিসেবে স্বাগত জানিয়ে বলেছে, এই পদক্ষেপ সিরিয়াকে ‘স্থিতিশীলতা, স্বয়ংসম্পূর্ণতা এবং সমৃদ্ধ দেশ গঠন’ করার সুযোগ করে দেবে।
এরপর আজ ট্রাম্পের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের সাক্ষাতের কথা জানাল হোয়াইট হাউস।