পুলিশের হাতে আটকের আগে ফেসবুক লাইভে এসে হুমকি
নীলফামারীর কিশোরগঞ্জে অস্ত্র ও রাইফেলের বুলেটসহ আটক হয়েছেন কথিত সমন্বয়ক মাহফুজার রহমান (৩৬)। আটকের আগে তিনি ফেসবুক লাইভে এসে তার ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে ছবি ছড়িয়ে দেওয়া ব্যক্তিদের ডেভিল্টহান্ট ও মামলায় ডুগানোর হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এনিয়ে উপজেলা জু্ড়ে চলছে ব্যাপক সমালোচনা চলছে।
সোমবার (৫ মে) সকালে তার ফেসবুক লাইভটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েন। এরা আগে শনিবার মধ্যরাতে উপজেলার তিস্তা সেচ ক্যানেল ব্রিজ থেকে তাকে আটক করা হয়। আটক মাহাফুজার রহমান কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবা মাওলানাপাড়া গ্রামের বাসি।
পুলিশ জানায়, গত ৫ আগস্টের পর মাহাফুজার রহমান নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে আসছিলেন। এ ঘটনায় শনিবার রাতে তাকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা একটি রাইফেলের বুলেট ও একটি দেশীয় অস্ত্র (ছোরা) উদ্ধার করা হয়।
ফেসবুক লাইভে তিনি বলেন , আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা প্রতিনিধি মাহফুজার রহমান। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে রংপুরে গিয়ে আমার ভাতিজাসহ আন্দোলন করেছি। এখন আমার বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে।আমি কখনো কোনোদিন আওয়ামী লীগ করিনি। যারা আমার আওয়ামী লীগের ছবি গ্রাফিতি করে ছড়িয়ে দিচ্ছেন। তাদের বলে রাখি তাদের একবিন্দু ছাড় হবেনা। কেউ আমার ছবি গ্রাফিতি করে আওয়ামী লীগের মিছিলে ডুগিয়ে দিয়েছে। আমি রংপুরে আন্দোলন করেছি সেখানে আমার পায়ে গুলি লেগেছে আমার ভাতিজাসহ আমি সেখানে আহত হয়েছিলাম।উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করার দিকে আমি ব্যাপক ভূমিকা রাখছি।আমি আওয়ামী লীগের গুষ্টি মেরে দিব, আওয়ামী লীগের কোন রেহাই নাই।এই আওয়ামী লীগ মানুষের বাকশক্তি কেড়ে নিয়েছিল। মানুষ তার এখন তার বাকশক্তি ফিরে পেয়েছে । আপনারা মনে করছেন আমাকে ব্ল্যাকমেইল করে বেচে যাবেন আপনাদের বাচার কোন উপায় নাই, আপনাদের কোন রক্ষা নাই। যারা আমাকে গ্রাফিক করে আওয়ামী লীগের মিছিলে দেওয়ার চেষ্টা করছেন তারা তাদের উদ্দেশ্য বলছি আপনাদের রেহাই হবে না। যারা এসব করছেন তারা শক্তভাবে আওয়ামী লীগের কমিটিতে আছেন আমি কাগজ খুঁজছি , কাগজ বের হয়ে গেলে আপনাদের সর্বপ্রথম ডেভিলাহান্ট ও বিমান চেয়ারম্যানের মামলায় ডুগিয়ে দিব বলে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
এবিষয়ে দ্যা রেড জুলাইয়ের আহ্বায়ক মোতালেব হোসেন বলেন, মাহাফুজার রহমান নামে উপজেলায় কোন ছাত্র সমন্বয়ক নেই। তাছাড়া আমি যতটুকু জানি সমন্বয়ক পরিচয়ে যিনি গ্রেফতার হয়েছেন তার কোন ছাত্রত্ব নেই। কেউ যদি ভুয়া সমন্বয়ক পরিচয়ে কোন অপকর্ম করে এর দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা দ্যা রেড জুলাই নিবে না।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাহফুজার রহমান নামে একজনকে রাইফেলের একটি পুরাতন বুলেট ও একটি দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। পরে এবিষয়ে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।