আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটির (ইএফএফ) আওতায় ঋণের (এসডিআর) দ্বিতীয় কিস্তি পেয়েছে পাকিস্তান। আজ বুধবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক থেকে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইএফএফ চুক্তির অধীনে দ্বিতীয় কিস্তিতে পাকিস্তান বিশেষ এসডিআর হিসেবে ৭৬০ মিলিয়ন ডলার পেয়েছে। চলতি সপ্তাহের শেষে অর্থাৎ আগামী শুক্রবার দ্বিতীয় কিস্তিতে পাওয়া এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যুক্ত হবে।
কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব পাকিস্তানের বরাতে দেশটির সংবাদমাধ্যম ডন বলছে, এটি রিজার্ভ ১১.৩৫৫ বিলিয়ন ডলারে উন্নীত করবে। গত সপ্তাহে চলমান ইএফএফের অধীনে পাকিস্তানকে প্রায় ১ বিলিয়ন ডলার তাৎক্ষণিকভাবে অনুমোদন করে আইএমএফ।
গত ৯ মে ওয়াশিংটনে আলোচনায় বসেছিল আন্তর্জাতিক অর্থভান্ডারের ঋণ সংক্রান্ত বোর্ড। ওই সময়ে ভারত জানিয়েছিল, আইএমএফ থেকে ঋণ পাওয়ার যে শর্ত থাকে, তা মানতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। ভারত বলেছিল, ‘আইএমএফের কাছ থেকে দীর্ঘ দিন ঋণ নিয়েছে পাকিস্তান। কিন্তু তা ব্যবহারের ক্ষেত্রে খারাপ নজির স্থাপন করেছে তারা। আইএমএফ প্রকল্পের শর্তও মানেনি।’
আন্তর্জাতিক মঞ্চ থেকে পাওয়া ঋণের টাকা অনেক ক্ষেত্রে সীমান্তে সন্ত্রাস ছড়ানোয় পাকিস্তান ব্যবহার করছে বলেও অভিযোগ জানিয়েছিল ভারত।
পাকিস্তানকে ঋণ দেওয়ার ব্যাপারে আরও বিস্তৃত পর্যালোচনা করার জন্য আইএমএফের প্রতি অনুরোধ জানিয়েছে প্রতিবেশী দেশটি। গতকাল আইএমএফের বোর্ড সভায় ভারত দাবি করে, পাকিস্তান যে ঋণ পাচ্ছে, তা ‘সীমান্তে রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ডে’ ব্যবহৃত হওয়ার আশঙ্কা রয়েছে। ভারতের এ দাবির জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ‘আইএমএফের কর্মসূচি বানচাল করতে ভারতের চেষ্টা ব্যর্থ হয়েছে।’
পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান কয়েক দশকের মধ্যে এখন সবচেয়ে বড় সংঘাতে জড়িয়ে পড়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা এবং এর জেরে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কয়েক দিন ধরে পাল্টাপাল্টি হামলা চলছে।
গত ২২ এপ্রিল পেহেলগামের হামলায় ২৬ জন নিহত হন। এর দায় পাকিস্তানের ওপর চাপিয়ে আসছে ভারত। তবে তা নাকচ করেছে পাকিস্তান। ওই ঘটনার জেরে পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপও নিয়েছে দেশ দুটি। এমন উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায় ভারত। এর পর থেকেই দুই দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা।