" তাপপ্রবাহ থাকতে পারে রোববার পর্যন্ত - dailymorning.online

banner

তাপপ্রবাহ থাকতে পারে রোববার পর্যন্ত

 

দেশের উষ্ণতম মাস এপ্রিল। তবে তাপমাত্রার পারদ এবার অতটা ওঠেনি এই মাসে। চলতি মে মাসের প্রথম সপ্তাহেও তাপমাত্রা মোটামুটি সহনীয় ছিল। কিন্তু গত বৃহস্পতিবার থেকে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। শুক্রবার তা অসহনীয় পর্যায়ে চলে যায়। আবহাওয়া অফিস বলছে, এমন তাপমাত্রা থাকতে পারে রোববার পর্যন্ত। সোমবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। 

আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘আজ শনিবার ও রোববার এই তাপপ্রবাহ বিরাজ করবে। তবে সোমবার থেকে তা কিছুটা প্রশমিত হতে পারে।’

এদিকে, শুক্রবার আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, ‘দেশের ওপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এই তাপপ্রবাহ ৭২ ঘণ্টার মধ্যে কোথাও কোথাও তীব্র আকার ধারণ করতে পারে।’

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বরিশাল বিভাগসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও মৌলভীবাজার জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

Next Post Previous Post

banner