" ভারতের হামলার একটু আগে পাকিস্তান ছেড়েছেন নাহিদ-রিশাদরা - dailymorning.online

banner

ভারতের হামলার একটু আগে পাকিস্তান ছেড়েছেন নাহিদ-রিশাদরা

ভারত-পাকিস্তানের মধ্যকার অস্থিরতা ক্রমেই বেড়ে চলছে। এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। এরই মধ্যে স্থগিত হয়েছে দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল ও পিএসএল।

চলমান সংঘর্ষে সব বিদেশি ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দেয়। এর মধ্যে পিএসএলে বাংলাদেশি দুই ক্রিকেটার- নাহিদ রানা ও রিশাদ হোসেনও আছেন।  

বিশেষ করে গত বৃহস্পতিবার করাচি কিংস ও নাহিদের পেশোয়ার জালমির ম্যাচের আগে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম অঞ্চলে ভারতের ড্রোন হামলায় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায়। দুই বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে তৎপর হয় বিসিবি।

অবশেষে পিসিবির সহায়তায় গতকাল রাতে পাকিস্তান ছেড়েছেন নাহিদ-রিশাদসহ আরও অন্তত ৪০ বিদেশি। নাহিদ-রিশাদরা পাকিস্তান ছাড়ার কয়েকঘণ্টার মধ্যেই রাওয়ালপিন্ডিতে আবারও ড্রোন হামলা চালিয়েছে ভারত।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যানুসারে, গতকাল রাতে পাকিস্তানের ৩টি বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। রাওয়ালপিন্ডির নূর খান, মুরিদ ও শোরকট বিমানঘাঁটিতে হামলায় ভারত একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিকবাহিনীর মুখপাত্র।

ভারতের মূল লক্ষ্য ছিল রাওয়ালপিন্ডিতে অবস্থিত পাকিস্তানের সামরিক বাহিনীর হেডকোয়ার্টার। এটি ইসলামাবাদ থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত। এ হামলার কয়েকঘণ্টা আগেও রিশাদ-নাহিদরা সে অঞ্চলে ছিলেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত, এরই মধ্যে নিরাপদে দুবাই পৌঁছেছেন পিএসএল খেলা দুই বাংলাদেশি। সেখান থেকে এবার দেশে ফেরার পালা।

এবারের পিএসএলে রিশাদ খেলছেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। আর নাহিদকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। রিশাদ কোয়েটার হয়ে ৫টি ম্যাচ খেললেও নাহিদের এখনো অভিষেক হয়নি ফ্র্যাঞ্চাইজি এ লিগে।

উল্লেখ্য, গত ২২ মার্চ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই দু-দেশের বৈরিতা চরম আকার ধারণ করে।

Next Post Previous Post

banner