" শাহবাগ ছাড়া কোথাও ব্লকেড নয়: হাসনাত আব্দুল্লাহ - dailymorning.online

banner

শাহবাগ ছাড়া কোথাও ব্লকেড নয়: হাসনাত আব্দুল্লাহ



আওয়ামী লীগকে নিষিদ্ধসহ তিন দফা দাবিতে গণজমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শনিবার রাজধানীর শাহবাগে এই গণজমায়েত অনুষ্ঠিত হবে। একইসঙ্গে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।

তবে রাজধানীর শাহবাগ ছাড়া অন্য কোথাও অবরোধ করতে অনুরোধ করেছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে হাসনাত লিখেছেন, ‘ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দিবেন না। জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না। ব্লকেড খুলে দিন।’

এর আগে শুক্রবার রাতেই শাহবাগ থেকে গণজমায়েতের ঘোষণা দেন তিনি। তার ভাষ্যে, আওয়ামী লীগ নিষিদ্ধ, দলটির কেন্দ্রীয় ও সহযোগী নেতাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার এবং জুলাই ঘোষণাপত্রের তিন দফা দাবি বাস্তবায়নে এনসিপির কর্মসূচি চলমান থাকবে।

এদিকে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক ফেসবুক পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেন, শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সব শক্তি এক থাকবে এটাই প্রত্যাশা। সিদ্ধান্ত দ্রুত না এলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে।

Next Post Previous Post

banner