" পাকিস্তানের উসকানিতে দায়িত্বশীল প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত: বিক্রম মিশ্রি - dailymorning.online

banner

পাকিস্তানের উসকানিতে দায়িত্বশীল প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত: বিক্রম মিশ্রি

 

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, উত্তেজনা সৃষ্টি এবং সংঘাতের জন্য সম্পূর্ণ দায়ী পাকিস্তান। ভারতের প্রতিক্রিয়া ছিল প্রতিরক্ষামূলক ও দায়িত্বশীল। আজ শনিবার এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘আমি আগেও বহুবার বলেছি—উসকানি ও উত্তেজনা সৃষ্টির মূল উৎস পাকিস্তানের পদক্ষেপগুলো। ভারত শুধু প্রতিরক্ষা করেছে এবং সেই উসকানির জবাবে সংযত ও দায়িত্বশীল প্রতিক্রিয়া দেখিয়েছে।’

এই বক্তব্যের আগেই ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি জানান, পাকিস্তান ভারতের বিমানঘাঁটিগুলোর দিকে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর ফলে সীমান্ত অঞ্চলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে, শনিবার রাতে ভারত তাদের তিনটি সামরিক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এরপর তারা ভারতের বিরুদ্ধে ‘অপারেশন বানিয়ান উন মারসুস’ শুরু করেছে। 

এদিকে, পাকিস্তানের গোলাবর্ষণে ভারতের জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক রাজ কুমার ঠাক্কা নিহত হয়েছেন। মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ রাজৌরি শহরকে লক্ষ্য করে পাকিস্তানিরা হামলা চালায়। তাদের গোলা আমাদের অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার শ্রী রাজ কুমার ঠাক্কারের বাসভবনে আঘাত হানে এবং তিনি নিহত হন। আমি গভীরভাবে মর্মাহত।’

স্থানীয় কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, পাকিস্তানের এই হামলায় আরও অন্তত দুইজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

দশকের পর দশক ধরে চলা ভারত-পাকিস্তান দ্বন্দ্বে সর্বশেষ উত্তেজনা শুরু হয় গত ২২ এপ্রিল। ওইদিন ভারত শাসিত কাশ্মীরে বন্দুক হামলায় ২৬ জনকে হত্যা করা হয়। নয়াদিল্লি এ জন্য ইসলামাবাদকে দায়ী করেছে। তবে অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে পাকিস্তান। ওই ঘটনার পর গত ৭ মে মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। এর পর থেকে হামলা-পাল্টা হামলার খবর আসছে। ঘটছে প্রাণহানির ঘটনা।

Next Post Previous Post

banner