" ১০ কোটি টাকার ঈদ ক্যাম্পেইন ঘোষণা করল শাওমি - dailymorning.online

banner

১০ কোটি টাকার ঈদ ক্যাম্পেইন ঘোষণা করল শাওমি




ঈদ উইথ শাওমি’ নামে নতুন ঈদ ক্যাম্পেইন ঘোষণা করল স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। যেখানে পুরষ্কার হিসেবে থাকবে ১০ কোটি টাকা সমমূল্যের উপহার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে গ্লোবাল টেক জায়ান্টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ক্যাম্পেইনের আওতায় শাওমি স্মার্টফোন কিনে পুরস্কার হিসেবে পেতে পারেন ৫ লক্ষ টাকা। এছাড়াও থাকবে মাল্টি ডোর রেফ্রিজারেটর, এসিসহ দারুণসব উপহার। এ অফারটি ৭ মে থেকে শুরু হয়েছে।

এ ক্যাম্পেইনটির আওতায় শাওমি রেডমি নোট ১৪, রেডমি নোট ১৪ প্রো, রেডমি ১৩ এবং রেডমি ১৪সি মডেলের ফোনগুলো কিনলেই থাকছে ইয়ারবাডস অথবা নিশ্চিত ক্যাশব্যাক। এই মডেলগুলো ছাড়াও যেকোনো শাওমি স্মার্টফোন কিনলেও গ্রাহক পেয়ে যাবেন রেডমি ইয়ারবাডস, টিশার্ট, মোবাইল ডেটা অফারসহ অনেক পুরস্কার।

ঈদ ক্যাম্পেইনে পুরষ্কার হিসেবে থাকবে ১০ কোটি টাকা সমমূল্যের উপহার। ছবি: শাওমিঈদ ক্যাম্পেইনে পুরষ্কার হিসেবে থাকবে ১০ কোটি টাকা সমমূল্যের উপহার। ছবি: শাওমি

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘ঈদ উৎসবকে আরও রাঙিয়ে তুলতে গ্রাহকদের জন্য আমরা ১০ কোটি টাকা সমমূল্যের এই ক্যাম্পেইন চালু করেছি। এবার তাই শাওমি ফ্যানদের ঈদ আরও আনন্দময় ও স্মরণীয় হয়ে উঠবে বলেই আমাদের প্রত্যাশা।’

এই ক্যাম্পেইনে উপহার পেতে শাওমি ফোন কেনার সময় রিটেইল কোডটি জেনে নিতে হবে। এরপর ইডাব্লিউএম < স্পেস > ইএমআই নম্বর < স্পেস > রিটেইল কোড লিখে ২৬৯৬৯ নাম্বারে এসএমএস করতে হবে। ফিরতি এসএমএসে গ্রাহকের জিতে নিতে পারবেন যেকোনো পুরষ্কার।

Next Post Previous Post

banner