" ভারতে ৯ বাংলাদেশি গ্রেপ্তার - dailymorning.online

banner

ভারতে ৯ বাংলাদেশি গ্রেপ্তার

 

ভারতের পশ্চিমবঙ্গ থেকে ৯ জন  বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর থেকে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) তাদের গ্রেপ্তার করেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এসব তথ্য জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের দাবি, এই ৯ ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং প্রায় এক বছর ধরে রাজস্থানে দিনমজুর হিসেবে কাজ করছিলেন। আজ তারা সীমান্ত পরে হয়ে দেশে ফেরার চেষ্টা করছিলেন। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বিএসএফের এক কর্মকর্তা বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিএসএফের কিশানগঞ্জ সেক্টরের সৈন্যরা উত্তর দিনাজপুর জেলার দাসপাড়া গ্রাম থেকে এই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সকলেই বাংলাদেশের নরসিংদী জেলার বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আমরা জানার চেষ্টা করছি তারা কীভাবে ভারতে প্রবেশ করেছিল।’

এর আগে ভারতের নদিয়া জেলা থেকে সাতজন বাংলাদেশিকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। তাদের মধ্যে তিনজন নারী ছিলেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা বাংলাদেশের খুলনা, যশোর, কক্সবাজার ও কুষ্টিয়া জেলার বাসিন্দা বলে জানা গেছে। তারা প্রায় চার বছর ধরে ভারতে অবৈধভাবে কাজ করার পর দেশে ফেরার সময় পুলিশের হাতে আটক হয়।

ভারতীয় পুলিশ আরও জানিয়েছে, গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় ১০০ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের ২ হাজার ২০০ কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্ত রয়েছে।

Next Post Previous Post

banner