" পাকিস্তান সেনাপ্রধানকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ফোন, কী কথা হলো? - dailymorning.online

banner

পাকিস্তান সেনাপ্রধানকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ফোন, কী কথা হলো?



ভারত-পাকিস্তানের মধ্যে চলমান পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে শুক্রবার (১০ মে) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলেছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই ফোনালাপে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা কমাতে গঠনমূলক ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান রুবিও। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা এখন সবচেয়ে জরুরি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “পররাষ্ট্রমন্ত্রী রুবিও পাকিস্তান সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি গুরুত্বারোপ করেছেন এবং উসকানিমূলক পরিস্থিতি প্রশমনে সক্রিয় অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন।”

এর আগে চলতি সপ্তাহের শুরুতে রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গেও আলাদাভাবে কথা বলেন। এই আলোচনাগুলোতে তিনি উত্তেজনা প্রশমনের পাশাপাশি কূটনৈতিক সংলাপের ওপর জোর দেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

banner