" যুদ্ধের মাঝেই রাশিয়ার শক্তি প্রদর্শন, আকাশে ড্রোন-আতঙ্ক - dailymorning.online

banner

যুদ্ধের মাঝেই রাশিয়ার শক্তি প্রদর্শন, আকাশে ড্রোন-আতঙ্ক

 

জার্মানির পরাজয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে রাশিয়া মস্কোর রেড স্কয়ারে বিশাল সামরিক কুচকাওয়াজের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

৯ মে পালন হওয়া বিজয় দিবস রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মনিরপেক্ষ দিবস হিসেবে বিবেচিত। সোভিয়েত ইউনিয়নের ২ কোটি ৭০ লাখ মানুষের জীবন উৎসর্গের স্মৃতিকে কেন্দ্র করে জাতীয় গর্ব ও ঐক্যের প্রতীক হয়ে উঠেছে দিনটি।

কুচকাওয়াজে পুতিন ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের প্রশংসা করে বলেন, “তাদের সাহস ও আত্মিক শক্তিই আমাদের বারবার বিজয় এনে দিয়েছে।” ১১,৫০০ সেনা ও ১৮০টিরও বেশি সামরিক যান—যার মধ্যে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বাহকও ছিল—এই মহড়ায় অংশ নেয়।

আকাশে জাতীয় পতাকার রঙে ধোঁয়া ছড়িয়ে ওড়ানো হয় যুদ্ধবিমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদক পরিহিত উত্তর কোরীয় সেনা কর্মকর্তারাও, যাদের ইউক্রেনে রুশ বাহিনীর পাশে যুদ্ধ করার বিষয়টি সম্প্রতি নিশ্চিত করেছে পিয়ংইয়ং। পুতিন এক কর্মকর্তাকে আলিঙ্গনও করেন।

পুতিন ৮ মে থেকে ৭২ ঘণ্টার একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিলেও কিয়েভের ড্রোন হামলা মস্কোতে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

রাজধানীর বিমানবন্দরে শতাধিক ফ্লাইট বাতিল ও দেড় শতাধিক বিলম্বিত হয়। নিরাপত্তা জোরদার করতে মোবাইল ফোনের ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করা হয়, যাতে ড্রোন হামলা প্রতিরোধে ইলেকট্রনিক ব্যবস্থা কার্যকর করা যায়।

 

সূত্র: https://www.aljazeera.com/gallery/2025/5/9/russia-marks-80-years-since-nazi-defeat-with-grand-parade

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

banner