যে কারণে মে মাসে কখনোই অনুষ্ঠান রাখেন না ওমর সানি
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানির জন্মদিন আজ। ১৯৬৯ সালের ৬ মে বরিশালে তাঁর জন্ম। বিশেষ দিনটি উপলক্ষে আবেগঘন এক অনুভূতির কথা জানালেন তিনি।
ওমর সানি বলেন, ‘আমার বাবা-মার কাছে আমি কৃতজ্ঞ। তাদের কল্যাণে আমি পৃথিবীতে আসতে পেরেছিলাম আল্লার রহমতে। এ মাসে একটা মিশ্র অনুভূতি কাজ করে আমার মধ্যে। এ মাসের ২৩ তারিখে আমার মা মারা গিয়েছেন। তাই এই মাসটা আমার জন্য দুঃখের। এই মাসেই আবার আমার জন্মদিন। তাই সুখেরও। এই মাসে কোনো পরিবারের অনুষ্ঠান রাখি না, রাখব না। আমি যে পর্যন্ত বেঁচে থাকব।’
জন্মদিনে পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকলেও তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় জানিয়ে এই চিত্রনায়ক বলেন, ‘পরিবার তো বাহিরে আছে, কথা হয়, দেখা হয়। সোশ্যাল মাধ্যমগুলো সেই সুযোগ করে দিয়েছে। আজ তাদের সাথে কথা হবে। এ ছাড়া আজকে বেশ কয়েক জায়গায় যাব। আড্ডা দিব কাছের মানুষদের সঙ্গে।’
ভক্তদের উদ্দেশে নায়ক বললেন, ‘যাঁরা আমাকে ভালোবাসেন, তাঁরা আমাকে ভালোবেসেই যান। কারণ আমি ভালোবাসার কাঙাল।’
যোগ করে বলেন, ‘মানুষের কাছাকাছি থাকতে চাই। দেশটাকে ভালোবাসতে চাই। দেশের ভালোবাসার মানুষগুলোকে নিয়ে কথা বলতে চাই। আমি স্পষ্টবাদী একটা মানুষ। স্পষ্ট কথা বলেছি সারাজীবন। সামনের দিনগুলোতেও সেইটা বলতে চাই। এই মুক্ত বাংলাদেশে দাঁড়িয়ে আমার প্রথম জন্মদিন আজ, যারা বোঝার বুঝে নেবেন।’
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানির জন্মদিন আজ। ১৯৬৯ সালের ৬ মে বরিশালে তাঁর জন্ম। বিশেষ দিনটি উপলক্ষে আবেগঘন এক অনুভূতির কথা জানালেন তিনি।
ওমর সানি বলেন, ‘আমার বাবা-মার কাছে আমি কৃতজ্ঞ। তাদের কল্যাণে আমি পৃথিবীতে আসতে পেরেছিলাম আল্লার রহমতে। এ মাসে একটা মিশ্র অনুভূতি কাজ করে আমার মধ্যে। এ মাসের ২৩ তারিখে আমার মা মারা গিয়েছেন। তাই এই মাসটা আমার জন্য দুঃখের। এই মাসেই আবার আমার জন্মদিন। তাই সুখেরও। এই মাসে কোনো পরিবারের অনুষ্ঠান রাখি না, রাখব না। আমি যে পর্যন্ত বেঁচে থাকব।’
জন্মদিনে পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকলেও তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় জানিয়ে এই চিত্রনায়ক বলেন, ‘পরিবার তো বাহিরে আছে, কথা হয়, দেখা হয়। সোশ্যাল মাধ্যমগুলো সেই সুযোগ করে দিয়েছে। আজ তাদের সাথে কথা হবে। এ ছাড়া আজকে বেশ কয়েক জায়গায় যাব। আড্ডা দিব কাছের মানুষদের সঙ্গে।’
ভক্তদের উদ্দেশে নায়ক বললেন, ‘যাঁরা আমাকে ভালোবাসেন, তাঁরা আমাকে ভালোবেসেই যান। কারণ আমি ভালোবাসার কাঙাল।’
যোগ করে বলেন, ‘মানুষের কাছাকাছি থাকতে চাই। দেশটাকে ভালোবাসতে চাই। দেশের ভালোবাসার মানুষগুলোকে নিয়ে কথা বলতে চাই। আমি স্পষ্টবাদী একটা মানুষ। স্পষ্ট কথা বলেছি সারাজীবন। সামনের দিনগুলোতেও সেইটা বলতে চাই। এই মুক্ত বাংলাদেশে দাঁড়িয়ে আমার প্রথম জন্মদিন আজ, যারা বোঝার বুঝে নেবেন।’