" ভারতকে টেক্কা দিতে সামরিক বাজেট ১৮% বাড়াচ্ছে পাকিস্তান - dailymorning.online

banner

ভারতকে টেক্কা দিতে সামরিক বাজেট ১৮% বাড়াচ্ছে পাকিস্তান

 


ভারত সীমান্ত উত্তেজনার মধ্যে এবার সামরিক খাতে বাজেট ১৮ শতাংশ বাড়ানোর ক্ষেত্রে একমত হয়েছে পাকিস্তানের জোট সরকারের শরিক দলগুলো। এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। ২০২৫-২৬ অর্থবছরে এই টাকা বরাদ্দ করল পাকিস্তান সরকার। ১ জুলাই থেকেই এই বাজেট অনুসারে কাজ করা হবে।

atOptions = { 'key' : 'a93fec28a4ab0f0cb86a67726fc54e58', 'format' : 'iframe', 'height' : 90, 'width' : 728, 'params' : {} };
>

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, বিলাওয়াল ভুট্টো জারদারিকে নিয়ে সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দেখা করেন পিপিপির একটি দল। সেখানেই পাকিস্তানের অর্থনীতির দিকটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপরই পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) এই অর্থ বরাদ্দের কথা ঘোষণা করে।

এমনিতেই পাকিস্তান সরকার ঋণের দায়ে ডুবে রয়েছে। সেখান থেকে এই পরিমাণ অর্থ তারা কোথা থেকে আনবে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের রাজনৈতিক মহল। তবে এই অর্থ নিয়ে কোনো বাড়তি মন্তব্য করতে চায়নি পাকিস্তান সরকার।

জানা যায়, আগামী বাজেট ১৭.৫ ট্রিলিয়ন রুপির হতে চলেছে, এটি চলমান বাজেটের চেয়ে কম।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। ভারত পাকিস্তানের ওপর দায় চাপিয়ে কূটনৈতিক সম্পর্ক হ্রাস, সিন্ধু পানি চুক্তি স্থগিত এবং সীমান্ত বাণিজ্য বন্ধ করার মতো কড়া পদক্ষেপ গ্রহণ করে। পাল্টা জবাবে পাকিস্তানও ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় এবং সব ধরনের বাণিজ্য স্থগিত করে।

এছাড়া পাকিস্তান সোমবার ১২০ কিলোমিটার পাল্লার ‘ফাতাহ’ সিরিজের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ করে। শনিবারও তারা ৪৫০ কিলোমিটার পাল্লার আরেকটি ‘আবদালি’ অস্ত্র ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করে। দুদেশের পাল্টাপাল্টি সামরিক মহড়া ও ক্ষেপণাস্ত্র পরিক্ষায় উত্তেজনা আরও বাড়ছে।

Next Post Previous Post

banner