" ভারত-পাকিস্তান সংঘাত ছিল ‘একটি সতর্কবার্তা’ - dailymorning.online

banner

ভারত-পাকিস্তান সংঘাত ছিল ‘একটি সতর্কবার্তা’

আন্তর্জাতিক মধ্যস্থতায় পৌঁছানো ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের নাগরিকরা। তাঁদের মতে, যুদ্ধ নয়, শান্তি ও সংলাপই হলো প্রকৃত সমাধান।

পাকিস্তানি নাগরিক রাকেশ মোদিয়ানি বলেন, ভারত দেরিতে হলেও সঠিক সিদ্ধান্তে এসেছে—তাতে অন্তত ভালো হয়েছে। তারা বুঝেছে যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়। একমাত্র শান্তি ও টেবিলে বসেই আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান সম্ভব।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে আমাদের প্রতিবেশী চীন, সৌদি আরব এবং আমেরিকার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শান্তি চুক্তি ও যুদ্ধবিরতি বাস্তবায়নে।

প্রাক্তন সামরিক কর্মকর্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক ইকরাম সেহগাল এই সাম্প্রতিক লড়াইকে অভিহিত করেছেন “একটি সতর্কবার্তা” হিসেবে।

তিনি বলেন, আমরা হিন্দু আধিপত্য মেনে নিতে পারি না, আবার আমরাও হিন্দুদের ওপর আধিপত্য চাপাতে চাই না। আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করি। দিনশেষে, হ্যাঁ, আমাদের একে অপরের সঙ্গে কথা বলতেই হবে—যখন সামরিক উত্তেজনা প্রশমিত হবে।

Next Post Previous Post

banner