" ভারতের সঙ্গে যুদ্ধবিরতি মানতে প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান: পররাষ্ট্র মন্ত্রণালয় - dailymorning.online

banner

ভারতের সঙ্গে যুদ্ধবিরতি মানতে প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান: পররাষ্ট্র মন্ত্রণালয়

 


ভারতের সঙ্গে ঘোষণা করা যুদ্ধবিরতি মেনে চলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পাকিস্তান যুদ্ধবিরতির প্রতি আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

ভারতের পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক মন্তব্যের জবাবে দেওয়া ওই বিবৃতিতে ইসলামাবাদ দাবি করে, কিছু এলাকায় ভারত যুদ্ধবিরতির লঙ্ঘন করছে। তবে এই পরিস্থিতিতেও পাকিস্তানি বাহিনী দায়িত্বশীলতা ও সংযমের পরিচয় দিচ্ছে বলে জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধবিরতির বাস্তবায়নে কোনো সমস্যা দেখা দিলে তা উচিৎ পর্যায়ে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। মাটিতে অবস্থানরত সৈন্যদেরও সংঘাত এড়াতে সংযম বজায় রাখা জরুরি।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর সম্প্রতি উভয় দেশই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগ করছে। তবে এই উত্তেজনার মধ্যেও পাকিস্তান আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায় বলেই বারবার জানিয়ে আসছে।

Next Post Previous Post

banner