দেশ এখন সংকটের মধ্যে, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমাধান সম্ভব: মির্জা ফখরুল
দেশ এখন একটি সংকটের মধ্যে রয়েছে, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর খামারবাড়ির বার্ক অডিটরিয়ামের অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি হিসেবে অনলাইনে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এসময় মির্জা ফখরুল বলেন, ‘ধর্ম দিয়ে সমাজিক বিভাজন নয়, সকল ধর্মই মানুষকে ঐক্যবদ্ধ করতে কাজ করেছে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘প্রতিটি ধর্মই মানুষকে ভালো হতে শেখায়। সমাজ যখন পাপে, অন্যায়ে, অসত্যতে ভরে যায় তখনই বিধাতা একজন মহাপুরুষকে আর্বিভূত করেন সেই পাপকে দূর করবার জন্য। যিশু খ্রিস্টের আর্বিভাব হয়েছিল ঠিক একই কারণে, সমাজকে পাপ মুক্ত করবার জন্য। প্রতিটি ধর্মই আসলে প্রেমের কথা বলে ভালোর কথা বলে শান্তির কথা বলে।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা ১৯৭১ সালে বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলাম। সেই সময় যে ভ্রাতৃত্ব ও ঐক্য নিয়ে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম, সেই বোধ, চেতনা ঐক্যকে যেন আমরা অটুট রাখতে পারি। আজকে কোনো শক্তি যেন আমাদের বিভক্ত করতে না পারে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘আজকে আমরা একটা সংকটময় মুহূর্ত পার করছি, আমরা সবাই চায় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে লড়াই করেছি। আমরা এমন একটা রাষ্ট্র চাই যেখানে সবাই সবার কথা বলতে পারবে। সবার সমান অধিকার থাকবে। সে তার ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। এ বিষয়টি আমরা চাই এবং আজকে সেই সুযোগ এসেছে। আমরা আশা করবো সবাই মিলে সেই সুযোগের সদব্যবহার করবো। বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা দিয়ে আমরা দেশটাকে তৈরি করবো।’
বাংলাদেশ খ্রিস্টান ফোরাম আয়োজিত খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে পুর্নমিলন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা যোগ দেন।