" পারমাণবিক শক্তিধর দুই দেশকে বড় সংঘাতের মুখোমুখি দাঁড় করিয়েছে ভারত: পাকিস্তান - dailymorning.online

banner

পারমাণবিক শক্তিধর দুই দেশকে বড় সংঘাতের মুখোমুখি দাঁড় করিয়েছে ভারত: পাকিস্তান

 

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকাত আলী খান বলেছেন, ভারতের দায়িত্বহীন আচরণ দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীকে বড় সংঘাতের মুখোমুখি দাঁড় করিয়েছে।   

আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

শফকাত আলী খান বলেন, এটি অত্যন্ত দুঃখজনক যে ভারতের অবিবেচক কর্মকাণ্ড দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রকে একটি আরও বড় সংঘর্ষের কাছে নিয়ে গেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারতের উস্কানিমূলক জাতীয়তাবাদ ও যুদ্ধ-উন্মাদনা পৃথিবীর জন্য গভীর উদ্বেগের কারণ হওয়া উচিত।

দশকের পর দশক ধরে চলা ভারত-পাকিস্তান দ্বন্দ্বে সর্বশেষ উত্তেজনা শুরু হয় গত ২২ এপ্রিল। ওইদিন ভারত-শাসিত কাশ্মীরে বন্দুক হামলায় ২৬ জনকে হত্যা করা হয়। নয়াদিল্লি এ জন্য ইসলামাবাদকে দায়ী করেছে। তবে অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে পাকিস্তান। ওই ঘটনার পর গত ৭ এপ্রিল মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। এরপর থেকে হামলা-পাল্টা হামলার খবর আসছে। ঘটছে প্রাণহানির ঘটনা। 

Next Post Previous Post

banner