" ‘বিএনপির চাঁদাবাজ’ বলায় কুমিল্লায় তোপের মুখে এবি পার্টির নেতা - dailymorning.online

banner

‘বিএনপির চাঁদাবাজ’ বলায় কুমিল্লায় তোপের মুখে এবি পার্টির নেতা

 

আজ ১ মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুমিল্লায় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবি পার্টির নেতা গোলাম ছামদানী। বক্তব্যে তিনি বলেন, “গত ১৭ বছরে দেশের শ্রমিকরা অনেক নির্যাতনের শিকার হয়েছে। এটি কি কেউ অস্বীকার করতে পারবেন?”


তিনি আরও বলেন, “আমরা বাংলাদেশে কোনো চাঁদাবাজ দেখতে চাই না। আবারও বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কোনো নেতাকর্মী যদি চাঁদাবাজির সঙ্গে যুক্ত থাকে, তবে আমি স্পষ্ট করে বলছি—জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বাংলাদেশে চাঁদাবাজদের কোনো স্থান হবে না, ইনশাল্লাহ।”


বক্তব্যে তিনি আরও বলেন, “এই বাংলাদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর, এমনকি নিজামী ও দেলোয়ার হোসেন সাঈদীর বাংলাদেশেও কোনো চাঁদাবাজের জায়গা হবে না। এনসিপির বাংলাদেশেও চাঁদাবাজদের ঠাঁই নেই।”


তবে বক্তৃতায় বিএনপিকে কেন্দ্র করে চাঁদাবাজির প্রসঙ্গ তোলায় গোলাম ছামদানী তীব্র তপের মুখে পড়েন। সমাবেশে উপস্থিত অনেকেই তার বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

Next Post Previous Post

banner