" ক্ষমতার মজা কি সেই মজা! এইটা কি ছাড়ার মজা?: আমীর খসরু - dailymorning.online

banner

ক্ষমতার মজা কি সেই মজা! এইটা কি ছাড়ার মজা?: আমীর খসরু


বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কিছু সুবিধাবাদী গোষ্ঠী এখন নির্বাচনের সুযোগ নিতে মাঠে নেমেছে, যাদের দেশের রাজপথে কোনো অবদান ছিল না, অথচ এখন ক্ষমতার স্বাদ উপভোগ করছে। তিনি বলেন, “আপনারা দেখছেন, একটা সুবিধাবাদী গোষ্ঠী নেমেছে। আমরা তাদের অধিকাংশকেই রাস্তায় দেখি নাই, আন্দোলনেও ছিল না। এখন তারা ক্ষমতার মজা নিচ্ছে। আর এই মজা থেকেই তারা নির্বাচনে যেতে চায়।”

খসরু আরও বলেন, “কারণ, যদি তারা নির্বাচনে যায়, তাহলে নির্বাচিত সরকার হিসেবে বৈধতা পেয়ে যাবে। তখন এই ‘মজা’র অবসান ঘটবে। তাই তারা চায় নির্বাচন বাধাগ্রস্ত করতে। একেকদিন একেক আবদার নিয়ে সামনে আসছে— এটা চাই, ওটা চাই। না হলে নির্বাচন হবে না। গণতন্ত্রকে আটকে দিতে নানা ছুতোয় বয়ান দিচ্ছে।”

তিনি অভিযোগ করেন, “এই গোষ্ঠী আন্দোলনে ছিল না, অথচ আজকে বাস্তব পরিস্থিতির সুযোগে তারা লাভবান হচ্ছে। তবে যদি তারা এভাবে চলতে থাকে, তাহলে জনগণের সামনে একসময় কঠিন জবাবদিহির মুখে পড়বে।”

খসরু আরও বলেন, “আজকে তারা ধোঁয়াশা সৃষ্টি করে নির্বাচন ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু জনগণের মেসেজ একেবারেই পরিষ্কার— গণতন্ত্র ও নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়াবেন না। যদি কেউ গণতন্ত্রের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায়, বাংলাদেশের মানুষ তাদের ক্ষমা করবে না।”

 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

banner