" শাহবাজ শরিফ ও জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, কী বললেন - dailymorning.online

banner

শাহবাজ শরিফ ও জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, কী বললেন

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর সৃষ্ট তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে আলাদাভাবে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বুধবার (৩০ এপ্রিল) এই আলাপ হয় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস।

ব্রুস জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে রুবিও পেহেলগামের হামলাকে ‘নিন্দনীয়’ বলে উল্লেখ করেন এবং হামলার সুষ্ঠু তদন্তে ইসলামাবাদের সহযোগিতা কামনা করেন।

অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আলাপে রুবিও হামলায় নিহতদের জন্য গভীর দুঃখ প্রকাশ করেন এবং নয়াদিল্লির সঙ্গে সংহতি প্রকাশ করেন। একই সঙ্গে তিনি প্রতিশোধমূলক পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দেন এবং শান্তিপূর্ণ সমাধানের পথ খোলাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার বলে উল্লেখ করেন।

ট্যামি ব্রুস বলেন, “পেহেলগামে সংঘটিত নৃশংস হামলায় রক্তক্ষয়ী পরিস্থিতির জন্ম হয়েছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্র চায়— ভারত ও পাকিস্তান উভয়েই কূটনৈতিক সংযম দেখাক এবং আঞ্চলিক স্থিতিশীলতা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করুক।”

Next Post Previous Post

banner