ফারিণের সময় কাটছে নিজের মতো admin 11 Apr, 2025 ক্যারিয়ারের দারুণ সময় পার করছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সিনেমা, নাটক এবং ওটিটি তিন মাধ্যমেই দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। তবে কাজের বাইরেও ব্যক্তি জীবন নিয়ে সময় যাচ্ছে তার। বর্তমানে ছুটিতে থাকা এই অভিনেত্রীর সময় কাটছে নিজের মতো করে।