" কয়েক ঘণ্টার জন্য ঢাকায় আসেন শাবনূর - dailymorning.online

banner

কয়েক ঘণ্টার জন্য ঢাকায় আসেন শাবনূর

চিত্রনায়িকা শাবনূর। দেশে এখন আর থাকা হয় না তার। স্থায়ীভাবে বসবাস করছেন অস্ট্রেলিয়ায়। তবে সুযোগ পেলেই ছুটি নিয়ে আসেন ঢাকায়। সম্প্রতি এবার এসেছিলেন মাত্র ৮ ঘণ্টার জন্য, তাও আবার এক কাপড়ে।


হঠাৎ শাবনূরের এমন ঢাকায় আসার কারণ তার মা। যা নিয়ে এই নায়িকা জানান, তার এবারের দেশে আসাটা অন্য সময়ের মতো ছিল না। অন্য সময় দেশে ফেরার খবরে আনন্দ থাকলেও এবার পুরোটা সময় কেটেছে অস্থিরতায়। অবস্থা এমন, যত দ্রুত ঢাকায় নামতে পারবেন, ততটাই মঙ্গল। অভিনেত্রী জানান, তার মা অসুস্থতায় ভুগছেন। আর এই কারণেই তাড়াহুড়ো করে মাত্র কয়েক ঘণ্টার জন্য দেশে এসেছেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

banner