" সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় নিজ ছেলেকে পুলিশে দিলেন বিএনপি নেতা - dailymorning.online

banner

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় নিজ ছেলেকে পুলিশে দিলেন বিএনপি নেতা

 

কুমিল্লায় সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকায় জেলার সদর দক্ষিণ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিনহাজ হোসেন শামীম তার ছেলে মুন্নাকে পুলিশের হাতে তুলে দিলেন। বুধবার (১৪ মে) সদর দক্ষিণ মডেল থানায় এ ঘটনায় ঘটে।


সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।  


পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জনায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নে সামাজিক বিরোধের জেরে গত ১২ মে স্থানীয় বিএনপি নেতা বিল্লালের ওপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা করা হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে সদর দক্ষিণ থানায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিনহাজ হোসেন শামীমের ছেলে মুন্না (২৪) সহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ে করেন। মুন্না এই হামলার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তার বাবা মিনহাজ হোসেন শামীম বুধবার বিকেলের দিকে ছেলেকে থানায় এনে পুলিশের হাতে সোপর্দ করেন।


এ বিষয়ে মিনহাজ হোসেন শামীম সাংবাদিকদের বলেন, গত ১২ মে আমার চাচাতো ভাই ও রাজনৈতিক সহযোদ্ধা বিল্লালের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে খোঁজ-খবর নিয়ে দেখি আমার ছেলে মুন্নাও এই হামলার সঙ্গে জড়িত ছিল। যার কারণে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমার ছেলেকে নিজ হাতে পুলিশে কাছে সোপর্দ করেছি। মুন্না ছাড়া ঘটনার সঙ্গে অন্য যারা জড়িত তাদের অভিভাবকদেরও যেন সন্তানদের পুলিশের কাছে সোপর্দ করেন। যাতে করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।


কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিএনপি নেতা বিল্লালের ওপর হামলার ঘটনায় মুন্নাকে আসামী করা হয়েছে। স্থানীয় ভাবে এ ঘটনার সত্যতা পাওয়ায় তার পিতা মিনহাজ হোসেন শামীম ছেলেকে থানায় এনে পুলিশের কাছে সোপর্দ করেছে। 

Next Post Previous Post

banner