" ভারতের ‘অপারেশন সিন্দুর’ হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব - dailymorning.online

banner

ভারতের ‘অপারেশন সিন্দুর’ হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব






পাকিস্তানের ভূখণ্ডে ভারত পরিচালিত সামরিক অভিযানে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। স্থানীয় সময় মঙ্গলবার (৭ মে) ভারতের ‘অপারেশন সিন্দুর’ নামক হামলার পর জাতিসংঘের এই প্রতিক্রিয়া এসেছে। তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

 

 

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেন, "মহাসচিব নিয়ন্ত্রণ রেখা (এলওসি) ও আন্তর্জাতিক সীমান্ত জুড়ে ভারত-পাকিস্তান সামরিক অভিযান নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। তিনি উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।"

গুতেরেস বলেন, "এই মুহূর্তে ভারত ও পাকিস্তানের মধ্যে আরেকটি সামরিক সংঘাত শুরু হলে তার পরিণতি গোটা বিশ্বকে বহন করতে হবে। ইতোমধ্যেই রাশিয়া-ইউক্রেন এবং গাজা-ইসরায়েল সংঘাত বিশ্ব পরিস্থিতিকে জর্জরিত করে তুলেছে। এমন পরিস্থিতিতে নতুন আরেকটি যুদ্ধ দেখতে চায় না বিশ্ববাসী।"

 

 

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগাম এলাকায় ভয়াবহ হামলায় প্রাণ হারান অন্তত ২৬ জন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। ওই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে ভারত। এর পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পেতে থাকে।

 

 

কাশ্মির হামলার জেরে ভারত ও পাকিস্তান একাধিক কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করে। পরিস্থিতি শান্ত করতে ইরান ও রাশিয়া মধ্যস্থতার প্রস্তাব দিলেও তাতে সাড়া দেয়নি দিল্লি বা ইসলামাবাদ। হামলার দুই সপ্তাহ পর ভারত চালায় পাকিস্তানের অভ্যন্তরে সামরিক অভিযান, ‘অপারেশন সিন্দুর’।

Next Post Previous Post

banner