" ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের - dailymorning.online

banner

ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের

পাক-ভারত চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা বাহিনী একটি ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে বাহাওয়ালপুর অঞ্চলের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো।

পাকিস্তানি নিরাপত্তা সূত্র এবং স্থানীয় মিডিয়া জানায়, ভারতীয় বিমানটি পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছিল। পাকিস্তানের রাডার সিস্টেমে বিষয়টি শনাক্ত হওয়ার পরপরই সেটিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বিমানটি ভূপাতিত হয়ে পড়ে এবং ধ্বংসাবশেষ পাকিস্তানের ভূখণ্ডে পাওয়া গেছে। পাইলটের খোঁজে উদ্ধার তৎপরতা চলছে বলেও জানানো হয়েছে।

<
p style="background-color: white; box-sizing: border-box; color: #222222; font-family: Kiron, serif !important; font-size: 20px !important; letter-spacing: -0.2px; line-height: 32px !important; margin-bottom: 16px !important; margin-top: 0px; overflow-wrap: break-word !important; text-align: justify !important;">এ বিষয়ে সামা টিভি অনলাইন একটি ছবি প্রকাশ করে দাবি করেছে, সেটি ভারতীয় রাফাল জেটের ধ্বংসাবশেষ। তবে ছবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে, পাকিস্তানের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ঘটনা পাকিস্তানের আকাশসীমায় একটি সুস্পষ্ট শত্রুতামূলক কর্মকাণ্ড এবং এর কঠোর জবাব দেওয়া হবে।’ সরকারি বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তান শান্তির পক্ষপাতী, তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে কঠিন পদক্ষেপ নিতে প্রস্তুত।

পাকিস্তান দাবি করেছে, মোট দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। তবে দ্বিতীয় বিমানের পরিচয় বা ধ্বংসাবশেষের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি পাকিস্তান।

এদিকে পাক সেনাবাহিনী জানায়, ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান পাল্টা হামলা চালিয়ে একটি ভারতীয় ব্রিগেড সদর দফতর এবং লাইন অব কন্ট্রোলের দুধনিয়াল সেক্টরে একটি চেকপোস্ট ধ্বংস করেছে।

এর আগে, ২২ এপ্রিল ভারতের পেহেলগামে পর্যটকদের ওপর সশস্ত্র হামলায় ৩৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। এরই প্রেক্ষাপটে ভারত মঙ্গলবার গভীর রাতে ‘অপারেশন সিন্দুর’ চালায়। ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, পাকিস্তানের অভ্যন্তরে নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, তবে কোনো সামরিক স্থাপনায় নয়।

পাকিস্তান অবশ্য এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ভারতীয় হামলায় বেসামরিক লোকজন, নারী ও শিশু হতাহত হয়েছেন এবং কিছু মসজিদেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

Next Post Previous Post

banner