" আ. লীগ মারা গেছে বাংলাদেশে আর জানাজা দিল্লিতে : হাসনাত - dailymorning.online

banner

আ. লীগ মারা গেছে বাংলাদেশে আর জানাজা দিল্লিতে : হাসনাত








সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের মহাসমাবেশে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র ভাষায় বক্তব্য রাখেন। তিনি দাবি করেন, "আওয়ামী লীগের আর পুনর্বার নির্বাচন হবে না।"

 

 

তিনি বলেন, "প্রিয় সংগ্রামী সহযোদ্ধারা, অত্যন্ত পরিতাপের বিষয় যে, আজ আট মাস পরেও দেশের বহু রাজনৈতিক দল ও রাজনীতিবিদ আমাদের মনে করিয়ে দেন যে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। অথচ, আওয়ামী লীগ রাজনৈতিক দল নয় – এটি একটি দুঃশাসনের প্রতীক।"

 

 

ড. মোহাম্মদ ইউনূসের একটি সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় হাসনাত আব্দুল্লাহ বলেন, "ড. ইউনূস বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি না, সেটা তাদের বিষয়। কিন্তু আপনি ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগ নির্বাচন করবে কি না, এই সিদ্ধান্ত নিয়েছে জনগণ।"

তিনি আরও বলেন, "আওয়ামী লীগ বাংলাদেশে মারা গিয়েছে, আর তার জানাজা হয়েছে দিল্লিতে। আমার ভাই আবরার এবং শহীদ আবু আলিফের রক্তের ওপর দিয়ে এই দল বাংলাদেশে আর ফিরবে না।"

 

 

হাসনাত আব্দুল্লাহ সাফ ভাষায় বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে – এখানে কোনো 'কিন্তু' নেই। তারা কোনো রাজনৈতিক দল নয়। শেখ মুজিব ৭১ পরবর্তী সময়ে বাকশাল কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছিলেন। ৭৪ সালে তাদের লুটপাটের কারণে ১৫ লাখ মানুষ দুর্ভিক্ষে মারা গিয়েছিল।”

বক্তব্য শেষে তিনি জোর দিয়ে বলেন, “এই সংস্কার আন্দোলনের প্রথম ধাপ হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এটি দেশের সবচেয়ে বড় প্রয়োজনীয় সংস্কার।”

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

banner