" আকাশসীমা উন্মুক্ত করে দিয়েছে পাকিস্তান! - dailymorning.online

banner

আকাশসীমা উন্মুক্ত করে দিয়েছে পাকিস্তান!

 

পাকিস্তান সম্পূর্ণভাবে তাদের আকাশসীমা উন্মুক্ত করে দিয়েছে বলে জানিয়েছে দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ। ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের কিছুক্ষণের মধ্যেই এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

গত কয়েকদিনের তীব্র সামরিক উত্তেজনার পর শনিবার (১০ মে) বিকেলে দুই প্রতিবেশী দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

আকাশপথে যোগাযোগ পুনরায় চালু হওয়ায় বাণিজ্যিক বিমান চলাচল ও আঞ্চলিক সংযোগে তাৎক্ষণিক স্বস্তি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুই দেশের মধ্যে এই যুদ্ধবিরতির বিষয়ে প্রথমে তথ্য প্রকাশ করেন। পরে ভারত ও পাকিস্তান উভয় দেশের কর্মকর্তারাও চুক্তিটি নিশ্চিত করেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিট থেকে (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা)।

জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই চুক্তি বাস্তবায়নে প্রায় তিন ডজন দেশের কূটনৈতিক প্রচেষ্টা ছিল। তিনি বিশেষভাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভূমিকার প্রশংসা করেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

banner