পাকিস্তানের পাল্টা হামলার মাত্রা দেখে হতবাক হয়ে পড়ে ভারত
টানা কয়েকদিন ধরে চলা সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা যখন চরমে পৌঁছায়, তখন যুক্তরাষ্ট্রের সক্রিয় মধ্যস্থতায় শান্তি আলোচনায় বসে দেশ দুটি।
প্রথমে ভারতের হামলার জবাবে পাকিস্তান পাল্টা হামলা চালায়। সেই পাল্টা জবাব এতটাই তীব্র ছিল যে ভারত হতচকিত হয়ে পড়ে এবং এরপর থেকে আলোচনায় আগ্রহী হয়ে উঠে উভয় পক্ষই।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর লাইভ আপডেটে শনিবার এ তথ্য জানানো হয়, যা পাকিস্তান সরকারের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে তুলে ধরা হয়েছে। সূত্রটি সরাসরি এই আলোচনা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা সিএনএনকে জানান, দুই দেশের মধ্যে সংঘর্ষ যখন নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা তৈরি করেছিল, তখনই যুদ্ধবিরতির ভিত্তি তৈরি হয়। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এই শান্তি আলোচনা বাস্তবায়িত হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।