" পাকিস্তানকে সমর্থন করায় তুরস্ক বয়কটের ডাক ভারতীয়দের - dailymorning.online

banner

পাকিস্তানকে সমর্থন করায় তুরস্ক বয়কটের ডাক ভারতীয়দের

নয়াদিল্লির সঙ্গে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানের প্রতি সমর্থন জানানোয় তুরস্ক ও আজারবাইজানকে বয়কটের ডাক জোরাল হচ্ছে ভারতে। পাকিস্তান সমর্থনের প্রতিবাদে তুরস্ক ও আজারবাইজানের জনপ্রিয় রিসোর্টগুলোতে ছুটি কাটানোর পরিকল্পনা বাতিল করছেন ভারতীয় পর্যটকরা। পাশাপাশি তুরস্কের পণ্য বয়কটের ডাক দিয়েছেন ভারতীয় নাগরিকরা। বুধবার ভারতের দুটি বুকিং কোম্পানির বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৫ ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানি ঘটে। কাশ্মিরের প্রাণঘাতী হামলার পর ভারত ও পাকিস্তানের সম্পর্কে চরম অবনতি ঘটে। হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে অভিযোগ তুলে দেশটিতে সামরিক অভিযান পরিচালনা করে দিল্লি। পরে পাকিস্তানও ভারতের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

পরে গত শনিবার যুক্তরাষ্ট্রের দীর্ঘ প্রচেষ্টায় চিরবৈরী দুই প্রতিবেশী ভারত-পাকিস্তানের মাঝে যুদ্ধবিরতি চুক্তি হয়। প্রাথমিকভাবে চুক্তি লঙ্ঘন করে উভয়পক্ষ পাল্টাপাল্টি হামলার অভিযোগ তুললেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ভারতের হামলার পর তুরস্ক ও আজারবাইজান প্রকাশ্যে পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দেয়। এই সমর্থনের জেরে তুলনামূলক কম খরচের জনপ্রিয় গন্তব্য হিসেবে পরিচিত তুরস্ক এবং আজারবাইজান ভ্রমণের পরিকল্পনা বাতিল করছেন অনেক ভারতীয় পর্যটক।

ভারতীয় ভ্রমণ সংস্থা মেইক মাই ট্রিপের একজন মুখপাত্র বলেছেন, ‘‘গত এক সপ্তাহে আজারবাইজান ও তুরস্কে ভ্রমণ বুকিংয়ের হার প্রায় ৬০ শতাংশ কমে গেছে। এছাড়া একই সময়ে ভ্রমণ বাতিলের হার ২৫০ শতাংশ বেড়েছে।’’

দেশটির আরেক ভ্রমণ সংস্থা ইজিমাইট্রিপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিকান্ত পিত্তি বলেন, সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে তুরস্কগামী বুকিংয়ের বাতিল বেড়েছে প্রায় ২২ শতাংশ। আজারবাইজান ভ্রমণের ক্ষেত্রে বুকিং বাতিলের এই হার ৩০ শতাংশ।

তিনি বলেন, ভারতীয়দের মধ্যে অনেকেই বর্তমানে তুরস্ক কিংবা আজারবাইজানের পরিবর্তে জর্জিয়া, সার্বিয়া, গ্রিস, থাইল্যান্ড ও ভিয়েতনামকে গন্তব্য হিসেবে বেছে নিচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে দেশটির আরেক টিকেট বুকিং প্ল্যাটফর্ম ইক্সিগো বলেছে, তারা তুরস্ক, আজারবাইজান এবং চীনে ফ্লাইট ও হোটেল বুকিং সেবা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ইজিমাইট্রিপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নিশান্ত পিত্তি এক্সে এক পোস্টে বলেছেন, গত বছর প্রায় ২ লাখ ৮৭ হাজার ভারতীয় তুরস্ক ভ্রমণ করেছেন। আর একই সময়ে আজারবাইজান ভ্রমণ করেছেন ২ লাখ ৪৩ হাজার ভারতীয়। 

তিনি বলেন, এসব দেশ প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন করার পরও আমরা কি তাদের পর্যটন ও অর্থনীতিকে সমর্থন করে যাবো?

দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রতি প্রকাশ্যে সমর্থন জানানোয় তুরস্কের বিভিন্ন ধরনের পণ্য বয়কটের ডাক দিয়েছেন ভারতীয় ব্যবসায়ী ও নাগরিকরা। বুধবার দেশটির বিভিন্ন প্রান্তে তুরস্কের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ করেছেন অনেকে। এ সময় তারা তুরস্ক থেকে ভারতে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন।

সূত্র: রয়টার্স।
Next Post Previous Post

banner