" ভারতীয় ৫ সেনাঘাঁটিতে ব্যাপক গোলাগুলি - dailymorning.online

banner

ভারতীয় ৫ সেনাঘাঁটিতে ব্যাপক গোলাগুলি

 

পাকিস্তানের সীমান্তঘেঁষা ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালিয়েছে পাকিস্তানের সেনা।

গত ২২ এপ্রিল পেহেলগাম হত্যাকাণ্ডের পর এই নিয়ে টানা আট দিন সংঘর্ষবিরতি লঙ্ঘন করে বৃহস্পতিবার (১ মে) গভীর রাত এবং শুক্রবার (২ মে) গুলি চলিয়েছে ইসলামাবাদ। এমন দাবি করেছে নয়াদিল্লি। 

ভারত-পাক নিয়ন্ত্রণরেখায় (এলওসি) সংঘর্ষবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে পাকিস্তান। বৃহস্পতিবার রাত এবং শুক্রবার ভোরে কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওশেরা এবং আখনুর— এই পাঁচ জায়গায় ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা। পেহেলগাম হত্যাকাণ্ডের পর এই নিয়ে টানা আট দিন সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। গত সাত দিনের মতো অষ্টম দিনেও পাকিস্তানের সেনাকে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা।

সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের নিরাপদে পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যেতেই এই কৌশল অবলম্বন করছে ইসলামাবাদ দাবি ভারতের । নিয়ন্ত্রণরেখায় গুলি চালিয়ে ভারতীয় সেনাকে ব্যতিব্যস্ত রেখে মুহূর্তের অসতর্কতায় নজর এড়িয়ে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের ফিরিয়ে নিতে চাইছে। পাশাপাশি ভারত সামরিক দিক থেকে কতটা প্রস্তুত, তা-ও যাচাই করতে চাইছে ইসলামাবাদ। তবে এমন সব কৌশলকে কথা রেখে মাথায় রেখে সজাগ রয়েছে ভারতীয় সেনাও।

সূত্র: এনডিটিভি

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

banner