" গাজায় ক্ষুধায় প্রাণহানি ৫৭: ইসরায়েলের পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ - dailymorning.online

banner

গাজায় ক্ষুধায় প্রাণহানি ৫৭: ইসরায়েলের পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

 


গাজার পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। অঞ্চলটির সরকার-নিয়ন্ত্রিত মিডিয়া জানিয়েছে, ইসরায়েলের পূর্ণ অবরোধে খাদ্যাভাবে অন্তত ৫৭ জন ফিলিস্তিনি মারা গেছেন। খাদ্য, পানি ও ওষুধবাহী শত শত ট্রাক গাজার সীমান্তে আটকে আছে, কিন্তু কড়াকড়ির কারণে সেগুলো প্রবেশ করতে পারছে না।

এমন এক সময়ে এই সংবাদ সামনে এলো, যখন শনিবার ইসরায়েলি হামলায় আরও ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।

এদিকে ইসরায়েলের অবরোধের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ তীব্র হচ্ছে। জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো অবিলম্বে নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি দেওয়ার আহ্বান জানাচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান যুদ্ধের শুরু থেকে কমপক্ষে ৫২,৪৯৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১,১৮,৩৬৬ জন আহত হয়েছে। তবে গাজা সরকারের মিডিয়া অফিস বলছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বহু মানুষের মরদেহ এখনও উদ্ধার হয়নি। তাই প্রকৃত মৃত্যুসংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে গেছে বলে মনে করা হচ্ছে।

এর বিপরীতে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত এবং ২০০ জনের বেশি জিম্মি হওয়ার ঘটনা এই যুদ্ধের শুরু হিসেবে উল্লেখ করে আসছে ইসরায়েল।

নিষেধাজ্ঞা ও অব্যাহত হামলার ফলে গাজায় চরম দুর্ভিক্ষ ও স্বাস্থ্যব্যবস্থার ধ্বংস অবশ্যম্ভাবী হয়ে উঠেছে বলে সতর্ক করছেন আন্তর্জাতিক মানবাধিকার ও ত্রাণ সংস্থাগুলো।

সূত্র: আল জাজিরা

Next Post Previous Post

banner