" পাকিস্তানের প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত - dailymorning.online

banner

পাকিস্তানের প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত

 

 পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ইউটিউব চ্যানেল ব্লক করেছে ভারত। এখন থেকে ভারতের ভূখণ্ডে আর শেহবাজের ইউটিউব চ্যানেল দেখা যাবে না।


আজ শুক্রবার ব্লক করা হয়েছে চ্যানেলটি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে  যারা এই চ্যানেলটির সাবস্ক্রাইবার ছিলেন, তারা চ্যানেলে প্রবেশ করা মাত্র একটি বার্তা দেখতে পাচ্ছেন। সেখানে বলা হয়েছে, “জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সরকারি আদেশের কারণে বর্তমানে এই দেশে আর কন্টেন্ট অনুপলব্ধ (আনঅ্যাভেইলেবল)।”


গত ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যে ভয়াবহ হামলার পর ডন, সামা টিভি, এআরওয়াই নিউজ, জিইও নিউজ, বোল নিউজ এবং সাংবাদিক ইরশাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা, মুনিব ফারুকসহ ১৬টি বিশিষ্ট সংবাদমাধ্যম ও সাংবাদিকের ইউটিউব চ্যানেলের সম্প্রচার নিজ দেশে বন্ধ করে ভারত।


ভারতে এই ১৬টি ইউটিউব চ্যানেলের সম্মিলিত সাবস্ক্রাইবারের সংখ্যা ৬ কোটি ৩০ লাখ।


পেহেলগাম হামলা ইস্যুতে সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধেও ‘একপেশে সাংবাদিকতা’-এর অভিযোগ এনেছে ভারত। বিবিসির ভারত বিভাগের প্রধান জ্যাকি মার্টিনকে এ ব্যাপারে চিঠিও দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, পেহেলগামে হামলাকারীদের ‘সন্ত্রাসী’ না লিখে ‘যোদ্ধা’ লেখা হচ্ছে বিবিসির প্রতিবেদনগুলোতে।


গত ২২ এপ্রিল জম্মু এবং কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর হামলা চালিয়ে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি পর্যটককে হত্যা করে বন্দুকধারী সন্ত্রাসীরা।


এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করা, ভিসা বাতিলসহ দেশটির বিরুদ্ধে বিভিন্ন কড়া পদক্ষেপ নেয় ভারত। জবাবে ভারতের জন্য নিজেদের আকাশসীমা বাতিল, দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিতসহ বিভিন্ন কঠোর পদক্ষেপ নেয় পাকিস্তানও।


এই হামলাকে ঘিরে দুই দেশের মধ্যে এখনও ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।


সূত্র : ইন্ডিয়া টুডে

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

banner