" আ. লীগ নিষিদ্ধে নয় মাস কেন লাগল? জানালেন প্রেস সচিব - dailymorning.online

banner

আ. লীগ নিষিদ্ধে নয় মাস কেন লাগল? জানালেন প্রেস সচিব

<
p>





সোমবার (১২ মে) মিট দ্যা প্রেসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাম্প্রতিককালের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার মধ্যে রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধ করতে জুলাই অভ্যুত্থানের পরে নয় মাস লেগে যাওয়ার কারণ ও এর পেছনে এনসিপি’র কোনো হাত আছে কিনা সে সম্পর্কে জানিয়েছেন। 

তিনি বলেছেন, এটা এনসিপি’র বিষয় না, এটা সমস্ত পার্টি যারা জুলাই গণঅভ্যুত্থানে ছিলো সবার এখানে সাপোর্ট ছিলো। আমি মনে করি পুরো বাংলাদেশের সাপোর্ট আছে যেই ডিসিশন অন্তর্বর্তী সরকার নিয়েছে সেটাতে। এখানে একটা ম্যাচুয়ারিটির বিষয় আছে। নয় মাসে আমরা তাদের আচরণ দেখেছি। দুই হাজার লোক যে মারা গেছে তাদের মধ্যে কি কোনো অনুশোচনা আছে?’

তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘আপনারা কি দেখেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে পাল্টা কোনো বিক্ষোভ হতে? ইউনিভার্সাল একটা সাপোর্ট আছে এই সিদ্ধান্তে। সবাই জানে যে এরা কারো কোনো মানবাধিকার রক্ষা করেনি। কেউ ভোট দিতে পারেননি। আপনি কথা বলতে গেছেন, আপনাকে গুম করে ফেলেছে।’
 

Next Post Previous Post

banner