" ১৭ বছর গাছের গোড়ায় পানি দিয়েছি, আপনারা সেই গাছের আগায় বসে ফল খেয়েছেন: মির্জা আব্বাস - dailymorning.online

banner

১৭ বছর গাছের গোড়ায় পানি দিয়েছি, আপনারা সেই গাছের আগায় বসে ফল খেয়েছেন: মির্জা আব্বাস

 




বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “আমি আশ্চর্য হয়ে যাই, কিছু কিছু ছেলে বলে ১৭ বছর আপনারা কী করেছেন! আরে, ১৭ বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলে তা নরম করেছি। সেই গাছের আগায় বসে আপনারা এখন ফল খাচ্ছেন।”

তিনি বলেন, “আমরা গাছের গোড়ায় হাতির মতো পানি এনে তা ঢেলে এই আন্দোলনের ভিত্তি শক্ত করেছি। দুই দিনেই শেখ হাসিনার পতন হয়নি। যারা বলেন দুই দিনে পতন হয়ে যাওয়া উচিত ছিল, তারা মিথ্যার সঙ্গে বসবাস করেন। তারা সত্য কথা বলেন না।”

মির্জা আব্বাস অভিযোগ করেন, “তারা বিএনপিকে ক্রেডিট দিতে চান না। অথচ, বিএনপিকে এই দেশের জনগণ ভালোবাসে, সম্মান করে।”

এই বক্তব্যের মাধ্যমে তিনি বিএনপির দীর্ঘ রাজনৈতিক লড়াই ও প্রস্তুতির গুরুত্ব তুলে ধরেন এবং সমালোচকদের বিরুদ্ধে সরব হন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

banner