" ‘সংবাদের নামে আবর্জনা দেখা বন্ধ করুন’, ভারতীয় গণমাধ্যমের দর্শকদের উদ্দেশে সোনাক্ষী সিনহা - dailymorning.online

banner

‘সংবাদের নামে আবর্জনা দেখা বন্ধ করুন’, ভারতীয় গণমাধ্যমের দর্শকদের উদ্দেশে সোনাক্ষী সিনহা

ভারত-পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে অতিরঞ্জিত ও ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগে আবারও কাঠগড়ায় ভারতীয় গণমাধ্যমগুলো। বানোয়াট ছবি, ভিডিও এবং নাটকীয় শব্দ চয়নের মাধ্যমে যুদ্ধ পরিস্থিতিকে ভুলভাবে প্রদর্শন করার প্রবণতা নিয়ে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সোনাক্ষী লেখেন, ‘অতিনাটকীয় দৃশ্য, শব্দ আর একনাগাড়ে চিৎকার... এসব দেখে আমি ক্লান্ত। তথ্য বিকৃত না করে নিজেদের কাজ করুন। ভগবানের দোহাই, যুদ্ধের খবরকে চাঞ্চল্যকর করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো বন্ধ করুন।’

ছবি: সোনাক্ষী সিনহার সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট

ছবি: সোনাক্ষী সিনহার সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট

জনপ্রিয় এই বলিউড অভিনেত্রী গণমাধ্যমের দর্শক-শ্রোতাদের উদ্দেশে আরও লেখেন, ‘সংবাদের নামে এসব আবর্জনা দেখা  বন্ধ করুন।’

সোনাক্ষীর এই বক্তব্য সরাসরি ভারতীয় মিডিয়ার উদ্দেশে এক সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। যেখানে বলিউডের অধিকাংশ তারকা বরাবরের মতো সেনাবাহিনী ও সরকারের পক্ষে অবস্থান নিয়েছেন, সেখানে সোনাক্ষীর বক্তব্য বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে।

সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানে ভারতীয় সামরিক অভিযানের খবরকে কেন্দ্র করে কিছু শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ভুয়া ছবি ও ভিডিও প্রচার করেছে, যা পরবর্তীতে ফ্যাক্ট-চেকিংয়ে ধরা পড়ে। এতে ভারতীয় গণমাধ্যমের নির্ভরযোগ্যতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে দেশ-বিদেশে।

 

Next Post Previous Post

banner