" সংক্ষিপ্ত রায়ে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয় : আইনজীবী শিশির - dailymorning.online

banner

সংক্ষিপ্ত রায়ে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয় : আইনজীবী শিশির




জামায়াত নেতা কাদের মোল্লাকে রিভিউয়ের এক সংক্ষিপ্ত রায়ে ফাঁসি কার্যকর করা হয়েছিল বলে আপিল বিভাগকে জানিয়েছেন আইনজীবী শিশির মনির।

মঙ্গলবার (৬ মে) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চে শুনানি চলাকালে তিনি এ কথা বলেন।

উপমহাদেশে এমন নজির নেই উল্লেখ করে শিশির মনির বলেন, ১২ ডিসেম্বর ২০১৩ এটা করা হয়। কারণ ৫ জানুয়ারি নির্বাচন ছিল দেশে।

নির্বাচনের আগে ফাঁসি দিতে হবে তাই এটা করা হয়। 

তিনি আরো বলেন, রিভিউ যখন খারিজ হয় কেন খারিজ হলো তার কারণ লিখে ফাঁসি দিতে হতো। কিন্তু সংক্ষিপ্ত রায়ে লেখা ছিল না কী কারণে রিভিউ খারিজ করা হলো। সংক্ষিপ্ত রায় সাধারণত আসামিকে কারাগার থেকে বের করার সময় করা হয়।


Next Post Previous Post

banner