" ডিবির অভিযানে আ. লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরো ৪ সদস্য গ্রেপ্তার - dailymorning.online

banner

ডিবির অভিযানে আ. লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরো ৪ সদস্য গ্রেপ্তার


রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরো চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও ৩২ নং ওয়ার্ড যুব লীগের সাবেক সভাপতি মো. আরমান (৫৩), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৭, ৬৮, ৬৯ নং ওয়ার্ডের সংরক্ষিত সাবেক মহিলা কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেল, ২ নং গুলিস্তান ইউনিট যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল (৪৫) ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মেডিকেল কলেজ ইউনিট সদস্য মো. সুমন (৩৫)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার (১১ মে) বিকেলে রাজধানীর চকবাজার থানার চম্পাতলি এলাকা থেকে মো. আরমানকে গ্রেপ্তার করে ডিবি সাইবার ইউনিটের একটি টিম। অন্যদিকে রোববার ডিবি-উত্তরা বিভাগের একটি দল রাত আনুমানিক সাড়ে ৭টায় মোহাম্মদপুর থানাধীন সানরাইজ প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে মাহফুজা আক্তার হিমেলকে গ্রেপ্তার করে। একইদিন রাত আনুমানিক সাড়ে ৮টায় পল্টন থানার ফকিরাপুল এলাকায় অভিযান পরিচালনা করে মো. মোজাম্মেল ও মো. সুমনকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম।

তিনি আরও জানান, গ্রেপ্তার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।
Next Post Previous Post

banner