" আমি ব্যক্তিগতভাবে কোনো কিছু নিষিদ্ধ করার পক্ষে না: দুদু - dailymorning.online

banner

আমি ব্যক্তিগতভাবে কোনো কিছু নিষিদ্ধ করার পক্ষে না: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এক টকশোতে বলেছেন, আওয়ামী লীগ এই প্রথমবারের মতো নিষিদ্ধ হচ্ছে না। এর আগেও দলটির প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান নিজেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিলেন। তিনি রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধানে বিশ্বাস করেন এবং কোনো দল বা মতকে আইন বা প্রশাসনিক পদ্ধতিতে নিষিদ্ধ করা স্থায়ী সমাধান হতে পারে না বলেও মত দেন।

তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে কোনো কিছু নিষিদ্ধ করার পক্ষে না। একটি খারাপ কবিতার জবাব ভালো কবিতা দিয়ে, খারাপ গানের বিপরীতে ভালো গান গেয়ে দিতে পারলে সেটিই বেশি কার্যকর।”

দুদু বলেন, শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় বাকশাল ব্যবস্থা গঠন করেছিলেন, যার ফলে আওয়ামী লীগসহ অন্যান্য দলকেও বিলুপ্ত করা হয়েছিল। এর নির্মম ফলাফল জাতিকে ভোগ করতে হয়েছিল।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “আজকের পরিস্থিতিতে আমাদের আসল চ্যালেঞ্জ হচ্ছে ফ্যাসিবাদের পতনের পর একটি প্রকৃত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। গণতন্ত্রের উত্তরণ না ঘটলে বর্তমান ব্যবস্থা স্থায়ী হবে না।”

তিনি আরো বলেন, যারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করছে বা পদক্ষেপ নিচ্ছে, তাদের রাজনৈতিক ভিত্তি ও জনসমর্থন নিয়েও প্রশ্ন রয়েছে। তিনি মনে করেন, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে এগিয়ে যাওয়া উচিত ছিল।

Next Post Previous Post

banner