" এপ্রিলের ২০ থেকে ২৭ সিএমএইচে সাবেক প্রেসিডেন্ট হিসাবে ভিআইপি চিকিৎসা নিয়েছেন হামিদ: পিনাকী - dailymorning.online

banner

এপ্রিলের ২০ থেকে ২৭ সিএমএইচে সাবেক প্রেসিডেন্ট হিসাবে ভিআইপি চিকিৎসা নিয়েছেন হামিদ: পিনাকী

হামিদ লাল পাসপোর্ট দিয়াই ইমিগ্রেশন ক্রস করছে বলে মন্তব্য করেছেন, অনলাইন অ্যাকটিভিস্ট, ব্লগার, লেখক পিনাকী ভট্টাচার্য।

আজ শনিবার (১০ মে) এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ মন্তব্য করেন হামিদ।

পিনাকী তার পোস্টে বলেন,হামিদ লাল পাসপোর্ট দিয়াই ইমিগ্রেশন ক্রস করছে।এপ্রিলের ২০ থেকে ২৭ সিএমএইচে সাবেক প্রেসিডেন্ট হিসাবে ভিআইপি চিকিৎসা নিছে।

তার পাসপোর্ট কীভাবে পররাষ্ট্র মন্ত্রনালয় রাইখ্যা (রেখে) দিছিলো? বাতিল করে নাই কেন?

ওহ আচ্ছা সরি, সচিব জসিম মোদিতীর্থ পোভুপাদের  তো পাকিস্তানকে ক্ষমা চাইতে বাধ্য করা, আটকে পড়া পাকিস্তানিদের পাকিস্তানে ফেরত পাঠানো, পাকিস্তানের কাছে থাইক্যা মিলিয়ন মিলিয়ন ডলার পাওনা আদায় করা নিয়ে বিজি আছেন। উনারে ডিসঠাপ দিয়েন না।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

banner