" জুলুম যত বড়ই হোক, ন্যায়ের আলো একদিন জয়ী হবেই: ড. রেজাউল করিম - dailymorning.online

banner

জুলুম যত বড়ই হোক, ন্যায়ের আলো একদিন জয়ী হবেই: ড. রেজাউল করিম

 

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. রেজাউল করিম তার ভেরিফাইড ফেসবুক একাউন্টে একটি স্ট্যাটাসে বলেছেন, “জুলুম যত বড়ই হোক, ন্যায়ের আলো একদিন জয়ী হবেই।”

ড. রেজাউল করিমের এই বক্তব্য ন্যায়ের প্রতি অবিচল বিশ্বাস এবং অবিচারের বিরুদ্ধে সংগ্রামকেই তুলে ধরছে এবং আস্থা রাখছেন শত বাঁধা-বিপত্তি পেরিয়ে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়েরই সবসময় জয় হবে। 

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/15G9oZTDNj/

Next Post Previous Post

banner