’ট্রাম্প আলফা মেল হলে মোদি ওর বাবা’, কঙ্গনার বিস্ফোরক পোস্ট ডিলিট
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেছেন, তিনি চান না অ্যাপল ভারতে তাদের পণ্য তৈরি করুক। তার এই বক্তব্য ঘিরে শুরু হয় ব্যাপক বিতর্ক ও সমালোচনা। এই পরিস্থিতিতে বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত সামাজিকমাধ্যমে ট্রাম্পকে কটাক্ষ করে একটি পোস্ট করেন, যা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়।
কঙ্গনার এই মন্তব্য দলের পক্ষে অস্বস্তিকর হয়ে ওঠে। পরে বিজেপি সভাপতি জেপি নড্ডার নির্দেশে কঙ্গনাকে সেই পোস্ট মুছে ফেলতে বলা হয়। পোস্টটি মুছে দিয়ে কঙ্গনা দুঃখপ্রকাশ করে লেখেন, “শ্রদ্ধেয় জেপি নড্ডাজি আমাকে ফোন করে ট্রাম্পকে নিয়ে করা আমার পোস্টটি মুছে দিতে বলেছেন। আমার ব্যক্তিগত মতামত এইভাবে তুলে ধরার জন্য আমি অনুতপ্ত। নির্দেশ অনুযায়ী আমি সেই পোস্ট তৎক্ষণাৎ মুছে দিয়েছি।”
কিন্তু কী ছিল সেই বিতর্কিত পোস্টে?
নিজের এক পোস্টে তিনি লেখেন, “ট্রাম্প নিঃসন্দেহে একজন আলফা মেল। কিন্তু আমাদের মোদীজী সব আলফা মেলেরও বাবা।" সঙ্গে প্রশ্ন তোলেন, "হঠাৎ করে ভারতের প্রতি আমেরিকার আগ্রহ কমে যাওয়ার পেছনে আসল কারণ কী? কূটনৈতিক নিরাপত্তাহীনতা, না ব্যক্তিগত ঈর্ষা?"
পোস্টে তিনি আরও লেখেন, “বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হলেন ভারতের প্রধানমন্ত্রী। ট্রাম্প দু’বার প্রেসিডেন্ট হয়েছেন, আর মোদীজী তিনবার প্রধানমন্ত্রী। এত জনপ্রিয়তা অনেকের সহ্য হয় না।”
যদিও পোস্টটি কঙ্গনা পরবর্তীতে মুছে ফেলেন, তার আগেই তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ফলে পোস্ট সরিয়ে নেওয়ার পরেও তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে।