" যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল পাকিস্তান - dailymorning.online

banner

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল পাকিস্তান

চলমান ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে ইসলামাবাদ স্পষ্ট জানিয়েছে, শান্তির পথ সুগম করতে হলে প্রথমে ভারতকে সামরিক আগ্রাসন থেকে সরে আসতে হবে।

শনিবার (১০ মে) পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এক টেলিফোনালাপে এই বার্তা দেন রুবিও। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির বরাতে এ তথ্য জানা গেছে।

টেলিফোনালাপে মার্কো রুবিও পাকিস্তানকে ভারতবিরোধী যুদ্ধে না জড়িয়ে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান। জবাবে দার বলেন, “পাকিস্তান সবসময়ই শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। তবে উত্তেজনা কমানোর প্রথম শর্ত হলো—ভারতকে অবশ্যই যে কোনো সামরিক আগ্রাসন থেকে বিরত থাকতে হবে।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি ভারত উত্তেজনা বাড়ায়, তাহলে পাকিস্তান তার চেয়েও জোরালো প্রতিক্রিয়া দেখাবে। ফলে বর্তমান পরিস্থিতির দায়ভার মূলত ভারতের কাঁধে।”

সম্প্রতি দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে পারমাণবিক শক্তিধর এই দুই দেশের যেকোনো সংঘর্ষ পুরো অঞ্চলের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

Next Post Previous Post

banner