তাদের ঘরে ঢুকে মারব, পালানোর সুযোগ দেব না: মোদি
সীমান্তে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আরও কঠোর হবেন বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার পাঞ্জাবের আদমপুরের বিমান বাহিনীর ঘাঁটিতে গিয়ে সদস্যদের ‘স্যালুট’ জানিয়ে তিনি এ কথা বলেন। এ সময় মোদি বলেন, ‘আমরা তাদের ঘরে ঢুকে মারব। পালানোর কোনো সুযোগই তারা পাবে না।’
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, শুধু সন্ত্রাসী নয়, পাকিস্তান সেনাবাহিনীকেও মোক্ষম জবাব দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘আপনারা পাকিস্তান সেনাকে বুঝিয়ে দিয়েছেন, সন্ত্রাসীরা যেখানে বসে শান্তির নিশ্বাস নেবে, সেখানে ঢুকে আপনারা মারবেন। আমাদের ড্রোন, ক্ষেপণাস্ত্রের চিন্তায় ওদের ঘুম ছিল না। অপারেশন সিঁদুর দেশের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অনেক। এক সুতোয় বেঁধেছে সকল দেশবাসীকে। আপনারা যা করেছেন, তা অকল্পনীয়, অদ্ভুত, অভাবনীয়।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার বলেন, ‘ভারত কেবল সন্ত্রাসীদেরই নয়, তাদের মদদদাতা পাকিস্তানি সেনাবাহিনীকেও কড়া জবাব দিয়ে তার শক্তি প্রদর্শন করেছে। সন্ত্রাসীরা পাকিস্তানি সেনাবাহিনীর ওপর নির্ভর করে...। ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বিমানবাহিনী এবং ভারতীয়রা সেই পাকিস্তানি সেনাবাহিনীকে ধুলোয় মিশিয়ে দিয়েছে।’
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘অপারেশন সিঁদুরের আওয়াজ শত্রুদের কানে বাজছে। যারা আমাদের মা-বোনদের সিঁদুর মুছেছে, ঘরে ঢুকে তাদের শেষ করা হয়েছে। সন্ত্রাসীরা কাপুরুষের মতো লুকিয়ে ছিল। কিন্তু আমাদের সেনাবাহিনী, সেখানে গিয়ে তাদের শেষ করেছে। আপনারা (ভারতীয় সেনাবাহিনী) ওদের সামনে থেকে হামলা করেছেন। নয়টি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছেন। ১০০ জনের বেশি সন্ত্রাসীকে শেষ করেছেন।’
এর আগে গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার প্রেক্ষিতে গত ৭ মে ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন সিঁদুর’ এবং তারপর দুই দেশের মধ্যে উদ্ভূত উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গতকাল প্রথম জাতির উদ্দেশে ভাষণ দেন মোদি। তিনি বলেন, ‘আমাদের সেনাবাহিনী সর্বদা সতর্ক। আকাশ, জল থেকে শুরু করে মাটি- সর্বত্র আমরা প্রস্তুত থেকেছি। এটাকে একদম সহজভাবে মোকাবিলা করেছে ভারতের সেনারা। এটা ভারতীয় আর্মিতে নিউ নরমাল। ভবিষ্যতে প্রয়োজন হলে আবার জবাব দেওয়া হবে। কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেইল ভারত সহ্য করবে না।’