ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল
ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরে জাতীয় নাগরিক কমিটি (এন সি পি) র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে উক্ত বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার রাত সাড়ে ১১ টার দিকে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড় থেকে মিছিলটি শহুর প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
এতে সভাপতিত্ব করেন ফরিদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজুল ইসলাম ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহবায়ক আশিক আহমেদ নুর, আনিসুর রহমান সজল, সহ অন্যান্য নেতা কর্মীরা।
এ উপলক্ষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তারা জাতীয় নাগরিক কমিটি (এন সি পি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লার উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। হামলায় জড়িত সকলকে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট দাবি জানান। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান তারা।