" নাটোরে ১৮ বছরে না হওয়া কাজ ৬ মাসের মধ্যে করব : দুলু - dailymorning.online

banner

নাটোরে ১৮ বছরে না হওয়া কাজ ৬ মাসের মধ্যে করব : দুলু







বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অতীতে সারা দেশের মানুষ তাদের প্রকৃত চিকিৎসা সেবা পায়নি। আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। এই ৩১ দফায় স্বাস্থ্য সেবার কথা বলেছেন। বিএনপি ক্ষমতায় গেলে আমরা চাই, দেশে চিকিৎসার অভাবে যাতে কেউ মৃত্যুবরণ না করে। বিএনপি ক্ষমতায় গেলে এদেশের গরিব মানুষের চিকিৎসা সেবার ব্যবস্থা আমরা করব। আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ ধানের শীষকে জয়লাভ করাবেন, ইনশাল্লাহ। 

শুক্রবার (২ মে) দুপুরে নাটোর সদর উপজেলার হয়বতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে ডা. নাসির উদ্দিন তালুকদারের স্মরণে বিনামূল্য স্বাস্থ্য সেবা প্রদানের শুভ উদ্বোধনে এসব কথা বলেন তিনি। 

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গত ১৮ বছর যারা ক্ষমতায় ছিল, লুটপাট শোষণ করে গিয়েছে, দিনের ভোট রাতে করে এমপি পরিচয় দিয়েছে তারা নাটোরের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেনি। আল্লাহ বাঁচিয়ে রাখলে নাটোরে ১৮ বছরের না হওয়া কাজ ৬ মাসের মধ্যে করব।

দুলু বলেন, বাংলাদেশের মানুষের আস্থার দল বিএনপি। বিগত ১৮ বছর বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি এখনো টিকে রয়েছে দেশের মানুষের ভালোবাসা ও সমর্থনে। 

এসময় উপস্থিত ছিলেন নাটোর কোর্টের পিপি ও আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার টগর, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, কৃষক দলের সাবেক আহবায়ক মফিজুর রহমান, নাটোর সদর থানার সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, গামা স্মৃতি সংঘের সদস্য রাফিউল ইসলাম, হয়বত পুর উচ্চ বিদ্যালয় ও কলেজের গর্ভনর বডির সভাপতি মাইনুল ইসলাম প্রমুখ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

banner