" গাজার ধ্বংসস্তূপে লড়াকু চিকিৎসকের গল্প - dailymorning.online

banner

গাজার ধ্বংসস্তূপে লড়াকু চিকিৎসকের গল্প

 

গোলাপি হিজাবে মুখ ঢাকা ডা. উইসাম সুক্কার প্রতিদিন নিজের জীবনের মায়া ত্যাগ করে ৫০ মিনিট হেঁটে পৌঁছান গাজার এমএসএফ ক্লিনিকে। ধ্বংসস্তূপের শহরে এই সাধারণ চিকিৎসক তার ক্লিনিকে অতিরিক্ত রোগীর সংখ্যা, জ্বালানির ঘাটতি এবং চিকিৎসা সামগ্রীর সংকটের সাথে রোজ লড়াই করে যাচ্ছেন।


তার কাছে এটি "একটা দুঃস্বপ্ন, যার কোনো শেষ নেই,"। দিনে গড়ে প্রায় ৩৯০ জন রোগী দেখে থাকেন তিনি ও তার ছোট্ট দলটি। গাজায় বিশেষ করে শিশুদের ভাইরাসজনিত জ্বর, ডায়রিয়া এবং চর্মরোগ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।


ছোট্ট এই ক্লিনিকটিতে প্রয়োজনীয় ওষুধের মারাত্মক সংকট চলছে। নেই ইনসুলিন, নেই জ্বরের ওষুধ, নেই চর্মরোগের ক্রিম। "যেসব ওষুধ আসছে তা দুই সপ্তাহের বেশি থাকছে না," বলেন ডা. সুক্কার। তবুও ইসরাইলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় তার লড়াইটা থেমে নেই।

Next Post Previous Post

banner