" সুইডেনে ৩ জনকে গুলি করে হত্যার পর কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ - dailymorning.online

banner

সুইডেনে ৩ জনকে গুলি করে হত্যার পর কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ



সুইডেনের উপসালা শহরে মঙ্গলবার তিন জনকে গুলি করে হত্যার ঘটনায় এক কিশরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের কেন্দ্রস্থলে একটি হেয়ার সেলুনে হামলার পর বন্দুকধারী স্কুটারে করে পালিয়ে যায়।

বুধবার (৩০ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে সুইডিশ পুলিশ নিশ্চিত করেছে, গুলি চালানোর জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তির বয়স ১৮ বছরের কম। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। নিহত তিন জনের বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে।

সুইডিশ গণমাধ্যম জানিয়েছে, পুলিশ এই মৃত্যুর সঙ্গে গ্যাং অপরাধের সম্পর্ক থাকার সম্ভাবনা তদন্ত করছে। সাম্প্রতিক বছরগুলোতে সুইডেনে কিশোর গ্যাং অপরাধের এক জোয়ার দেখা গেছে। সন্দেহভাজনদের বিরুদ্ধে ভাঙচুর থেকে শুরু করে খুন পর্যন্ত বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

সুইডিশ সরকার নতুন আইন প্রস্তাব করেছে, যাতে পুলিশ ১৫ বছরের কম বয়সী শিশুদের টেলিফোনে আড়ি পাতাতে পারে।

বুধবার গ্যাং সহিংসতার ওপর এক সংবাদ সম্মেলনে বিচারমন্ত্রী গুনার স্ট্রোমার বলেছেন, প্রস্তাবকৃত আইন গোপনীয়তার একটি বড় লঙ্ঘনের সঙ্গে যুক্ত, তবুও দশ থেকে ১১ বছর বয়সী শিশুদের গ্যাংয়ে নিয়োগ বন্ধ করার জন্য ব্যবস্থাগুলো প্রয়োজন।

সরকার আরও জানিয়েছে, তারা দেশের বন্দুক আইন কঠোর করতে চায়। উপসালা এবং নিভস্তার স্থানীয় পুলিশ প্রধান আসা লারসন বলেছেন, আগামী দিনগুলোতে উপসালাজুড়ে বিশাল পুলিশ মোতায়েন থাকবে, তবে আরও সহিংসতা এড়ানো যাবে এমন কোনো 'নিশ্চয়তা নেই'।

Next Post Previous Post

banner